‘চেঙ্গিজ’ নিয়ে আগ্রহ তুঙ্গে
নতুন ছবির মুক্তি হোক বা নির্মাণ। পোস্টার, ট্রেলার রিলিজ। ছবি হিট এবং ফ্লপ। তারকাদের জীবনের ওঠাপড়া। বাংলা ও হিন্দি মিলিয়ে সিনেমার দুনিয়ায় প্রতি মুহূর্তে ঘটে চলেছে নানা বৈচিত্রপূর্ণ ঘটনা। সেইসবই এই বিভাগে, প্রতি সপ্তাহে। আজ টলিউড সুপারস্টার জিতের ‘চেঙ্গিজ’ নিয়ে লিখেছেন সোমনাথ লাহা।
নীরজ পান্ডে ও রাজেশ গঙ্গোপাধ্যায়কে সঙ্গী করে আরও একবার বক্স অফিসে বাজিমাত করতে প্রস্তুত জিৎ। প্রকাশ্যে অভিনেতার ‘চেঙ্গিজ’-এর টিজার। টলিউডে ইদানীং সেই অর্থে মেনস্ট্রিম কর্মাশিয়াল ছবি তুলনায় অনেক কমে গেছে। টলিপাড়ার কমার্শিয়াল বা তথাকথিত বাণিজ্যিক ছবি বলতে যা বোঝায় তা পুরোপুরি বদলে গিয়েছে। এক্ষেত্রে একমাত্র ব্যাতিক্রম অভিনেতা জিৎ। পুরোদস্তুর বাণিজ্যিক ছবির হাত ধরেই বাংলা ছবির আঙিনায় স্টারডম পাওয়া এই অভিনেতা এখনও মনোরঞ্জন ধর্মী ছবিই করেন–প্রযোজনাও অভিনয়, দুই ক্ষেত্রেই। কারণ, সেটাই তাঁর বিচরণক্ষেত্র বলে মনে করেন তিনি। জিতের ছবি মানেই সিনেমাহলে শিস-সিটি-হাততালির জোয়ার। বাংলায় যেখানে বেশিরভাগ সিঙ্গেল স্ক্রিন বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে জিৎ একমাত্র অভিনেতা যিনি সিঙ্গল স্ক্রিনের জন্যই ছবি বানান। তাই জিতের ছবি মানেই ভরপুর বিনোদন।
এহেন জিৎ এবার বড়পর্দায় আরও একবার নতুনত্বের স্বাদ দিতে আসছেন দর্শকদের–তাঁর নতুন ছবি ‘চেঙ্গিজ’-এর হাত ধরে। এই ছবির সুবাদে জিৎ আরও একবার জুটি বেঁধেছেন নীরজ পান্ডে ও রাজেশ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। বলিউডে প্রথম সারির পরিচালকদের মধ্যে অন্যতম নীরজ পান্ডে। তাঁর হাত থেকেই বেরিয়েছে ‘আ ওয়েডনেসডে’, ‘স্পেশাল ২৬’, ‘বেবি’-র মতো ছবি। জিৎজ ফিল্মওয়ার্কস ও গ্রাসরুট এন্টারটেনমেন্ট নিবেদিত ‘চেঙ্গিজ’ পরিচালনা করেছেন রাজেশ গঙ্গোপাধ্যায়। ছবির কাহিনি লিখেছেন নীরজ পান্ডে ও রাজেশ গঙ্গোপাধ্যায়। প্রসঙ্গত, ২০১৪-তে মুক্তিপ্রাপ্ত জিৎ অভিনীত ‘দ্য রয়্যাল বেঙ্গল টাইগার’ ছবিতে নীরজ ও রাজেশের সঙ্গে জুটি বেঁধেছিলেন জিৎ। রাজেশ গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় সেই ছবিতে জিতের অভিনয় রীতিমতো প্রশংসিত ও সমাদৃত হয়েছিল দর্শক এবং সমালোচক মহলে। ‘চেঙ্গিজ’-এর চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রাজেশ স্বয়ং।
ছবির কাহিনির প্রেক্ষাপট সাতের দশক থেকে নয়ের দশকের মাঝামাঝি সময়। ‘চেঙ্গিজ’-এ একজন আন্ডারওয়ার্ল্ড ডনের চরিত্র তথা নাম ভূমিকায় রয়েছেন জিৎ। ছবির পোস্টারের ট্যাগলাইন ‘দ্য ওয়ান হু হ্যাজ নো বাউন্ডারিজ, নো লিমিটস’। অর্থাৎ বোঝাই যাচ্ছে জিৎ-কে ছবিতে দেখা যাবে এমন একজন আন্তর্জাতিক মানের ক্রিমিনাল তথা অপরাধীর ভূমিকায়, যার না আছে কোনও সীমা, না কোনও পরিধি। ছবিতে জিতের লুক বেশ আকর্ষণীয়। তাঁর গায়ে ব্লেজার, চোখে সানগ্লাস। বড় চুল, ফ্রেঞ্চকাট দাড়ি, টানা ঝুলপি। এই ছবিতেও নিজের প্রিয় অভিনেতা অমিতাভ বচ্চনকে ট্রিবিউট দিয়েছেন জিৎ। পোস্টারটির ডান দিকে একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে দেওয়ালে আটকানো রয়েছে অমিতাভ বচ্চন অভিনীত ‘ডন’ ছবির পোস্টার। এছাড়াও জিৎ-এর পিছনে দেখা যাচ্ছে জাহাজ ভর্তি কন্টেনার। তার পাশে রাখা গোল্ড বার। সামনে টেবিলে রাখা অটোমেটিক পিস্তল সহ গুলি। আর পিছনে একে ৪৭ বন্দুক। বোঝাই যাচ্ছে, ছবিতে জিৎ অভিনীত চরিত্রটি এক অর্থে ডক এরিয়ার বেতাজ বাদশা স্মাগলার। সঙ্গে, তার সামনে কোকেনের তিনটি লাইন টানা। অর্থাৎ, ক্ষমতায় ডুবে থাকা এই চরিত্রটি এই ধরণের নেশাতেও বেজায় আসক্ত।
এক অর্থে মশলা ও মাস এন্টারটেনিং ছবি ‘চেঙ্গিজ’। সম্প্রতি জিতের জন্মদিন (৩০ নভেম্বর) প্রকাশ্যে এসেছে বহু প্রতীক্ষিত এই ছবির টিজার। টিজারের শুরুতেই ব্যাকগ্রাউন্ড থেকে ভেসে আসে সংলাপ–যে অচেনা, অজানা, দুর্ভেদ্যকে জয় করে, যার না আছে কোনও সীমানা না কোনও পরিধি, সে হলো চেঙ্গিজ। রীতিমতো স্টাইলাইজড এই টিজার পুরোটাই জিৎ-ময়। এক কথায় একার কাঁধে পুরো টিজারটিকেই টেনে নিয়ে গিয়েছেন জিৎ। ‘রাবণ’-এর পর এই ছবিতেও যথারীতি অ্যাকশন অবতারে হাজির জিৎ। টিজারে তাঁর দু’হাতে দুটো চাকু নিয়ে এন্ট্রি দৃশ্য থেকে দুহাতে বন্দুক চালানো কিংবা একে ৪৭ চালানো–সবেতেই চোখ টেনে নেন জিৎ। ছবির অ্যাকশন দৃশ্যগুলি পরিচালনা করেছেন স্টান্ট সিলভা। তবে এটিকে টিজারের থেকেও জিতের ‘চেঙ্গিজ’ চরিত্রের ইন্ট্রোডাকশন বলা ভালো। কারণ, টিজারে জিৎ ছাড়া ছবির অন্য কোনও অভিনেতাকেই দেখা যায়নি।
সূত্রের খবর, সদ্যই শেষ হয়েছে এই ছবির শুটিং। বিশাল পরিমাণ অর্থ বিনিয়োগ যে এই ছবিতে করা হয়েছে, সেটা টিজার দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে। ছবির টিজারে যেভাবে রেসকোর্স, ডক এরিয়া, স্মাগলিংয়ের মতো বিষয় উঠে এসেছে, সেটা বাংলা ছবিতে খুব একটা দেখা যায় না। টিজারে দুরকম লুকে দেখা গিয়েছে জিৎকে। একটি দাড়িওয়ালা লুকে এবং অন্যটি ফ্রেঞ্চ কাট দাড়ি, টানা ঝুলপিতে গায়ে ব্লেজার পরিহিত হয়ে। এর থেকে এটা স্পষ্ট–দুটি টাইমফ্রেমে এই চরিত্রটির বিস্তার এবং আন্ডারওয়ার্ল্ডের আঙিনায় উত্তরণের চিত্রটিকে তুলে ধরা হয়েছে। ফাস্ট পেসড এই ছবির টিজারের সঙ্গে আবহ যথারীতি সামঞ্জস্যপূর্ণ। শোনা যাচ্ছে কলকাতা ময়দানের এক নামী ক্লাবের মাঠে এই ছবির শুটিং হয়েছে। টিজারে যা স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে। টিজারের শেষে জিতের মুখ থেকে বলা সংলাপ–চেঙ্গিজের আজ কাল হয় না, চেঙ্গিজের যুগ হয়–রীতিমতো চমক সৃষ্টি করে।
ছবিতে জিতের বিপরীতে রয়েছেন সুস্মিতা চট্টোপাধ্যায়। অনিন্দ্য চট্টোপাধ্যায় পরিচালিত ‘প্রেম টেম’ ছবির হাত ধরে টলিউডে পা রাখা এই অভিনেত্রী এই প্রথমবার জুটি বাঁধছেন জিতের সঙ্গে। ইতিমধ্যেই বেশ কিছু ছবিতে কাজ করে ফেলেছেন সুস্মিতা। তবে এটি তাঁর কেরিয়ারের ক্ষেত্রে অন্যতম বড় ব্রেক হতে চলেছে। ছবিতে অন্যান্য চরিত্রে রয়েছেন রোহিত রায়, শতাফ ফিগার প্রমুখ। সিনেমাটোগ্রাফার মানস গঙ্গোপাধ্যায়। সম্পাদনায় মলয় লাহা। শিল্প নির্দেশক আনন্দ আঢ্য। ছবিটি প্রযোজনা করেছেন গোপাল মদনানি ও অমিত জুমরানির সঙ্গে জিৎ স্বয়ং।
ইতিমধ্যেই সাড়ে পাঁচ লাখের বেশি মানুষ দেখে ফেলেছেন এই ছবির টিজার। ইউটিউবে ট্রেন্ডিংয়ে তিন নম্বর জায়গায় রয়েছে এটি। নিঃসন্দেহে, এই ছবি দেখার জন্য আগ্রহের পারদ বাড়িয়েছে ‘চেঙ্গিজ’-এর সঙ্গে যুক্ত থাকা নীরজ পান্ডের নাম। এর আগে জিৎ-নীরজ-রাজেশ জুটির ছবি ‘দ্য রয়্যাল বেঙ্গল টাইগার’ আজও রয়েছে মানুষের হৃদয়ে। দর্শকদের পালস ভালোই বোঝেন নীরজ। এটা আগাম বলে দেওয়া যায়, নীরজের লেখা কাহিনি ও রাজেশের পরিচালনায় ভর করে আরও একবার বক্স অফিসে ঝড় তুলতে প্রস্তত জিৎ। এবার অপেক্ষা ছবির ট্রেলারের। সেখানে কি চমক নিয়ে আসেন জিৎ সেদিকেই তাকিয়ে থাকবে জিৎ-ফ্যান সহ তামাম সিনেপ্রেমীরা। আরও টানটান অপেক্ষা অবশ্য, ছবি মুক্তির জন্য !!