জমজমাট ননস্টপ আড্ডা
আজ সন্ধ্যায় ননস্টপ আড্ডার অতিথি বিশিষ্ট অন্টারপ্রেনিওর ও সমাজসেবী সুজাতা চ্যাটার্জি। যাবতীয় প্রতিকূলতার বেড়া পার হয়ে কেমন করে তিনি এক দৃষ্টান্ত স্থাপন করেন, অনুপ্রাণিত করেন বহু নারীকে, সেই কাহিনিই শুনব আমরা। ননস্টপ আড্ডায় গত সপ্তাহেও ছিলেন এমনই একজন অনুপ্রেরণাদায়িনী নারী। একদিকে তিনি একজন কলেজের অধ্যক্ষ, অন্যদিকে একজন বাচিকশিল্পী। তাঁর সঙ্গে কথা ও কবিতায় মনোরম হয়ে ওঠে সন্ধ্যাটি। ননস্টপ আড্ডার বিশেষ নিবেদন ‘চেতনায় নজরুল’ অনুষ্ঠানটি থাকছে আগামী ৩০ জুন সন্ধ্যায়। প্রতি শুক্রবার সন্ধ্যা ৭টায় ননস্টপ বিনোদন চ্যানেলে আয়োজিত ‘ননস্টপ আড্ডা’-য় উপস্থিত থাকেন সঙ্গীত, নৃত্য, বাচিকশিল্প, চিত্রশিল্প, নাটক, সাহিত্য, রান্না, পর্যটন, ফ্যাশন ও আরও নানাক্ষেত্রের বিশিষ্ট মানুষজন। নানা বিষয়ে আলোচনা থাকে আড্ডার মেজাজে। সঙ্গে গান-আবৃত্তি ইত্যাদি তো আছেই।