Tuesday, May 13, 2025
৫ফোড়ন

জার্সি বদলালেন রানী

দায়ে পড়লে মুখের রঙ বদলাতে এক মুহূর্তও চিন্তা করেন না কঙ্গনা রানাওয়াত, এ তথ্য সকলেরই জানা। জার্সি বদলে সিদ্ধহস্ত তিনি। ইদানীং তাঁর জীবন ও সামাজিক ভাবনা–সবই সরকারি নেকনজরে পরিপুষ্ট। তবে, সিনেমার কেরিয়ার যে অধোগামী, তাতে কোনও সন্দেহ নেই। বলিউডের এক বিরাট অংশকে প্রবলভাবে চটিয়ে ফেলেছেন তিনি। তাঁর ভিকটিম কার্ড খেলার পালা সম্ভবত এবার শেষ ! মিডিয়া যতদিন তাঁকে খাদ্য করার, করে নিয়েছে। তাই অন্তরালে যাওয়ার আগেই নতুন ট্রাম্পকার্ড রানীর। কঙ্গনার ছবি ‘ধাকড়’-এর প্রচারে এগিয়ে এসেছেন স্বয়ং ভাইজান। ছবির ট্রেলার নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সলমন। ছবির টিমকে শুভেচ্ছাও জানান তিনি। বলিউডে সলমন খানের প্রভাব, প্রতিপত্তি সর্বজনবিদিত। ফলত, কঙ্গনা একটুও দেরি না করে মন্তব্যে লিখেছেন, ধন্যবাদ আমার দাবাং হিরো। আর কখনও বলবো না, ইন্ডাস্ট্রিতে আমি একা। পাল্টি খাওয়া বোধহয় একই বলে। কে বলবে, এই সলমনকেই নেপটিজম বিতর্কে একদা জড়িয়েছিলেন বিতর্কের রানী !