Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

জেগে আছি বর্ণমালায়

ফেব্রুয়ারি মানেই বাংলা ভাষার মাস। ২১শের উদযাপন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের উন্মাদনা। আন্তর্জাতিক শিল্পী সাহিত্যিক সম্মিলিত পরিষদ ‘বিশ্বভরা প্রাণ’ মহান ভাষার মাসে দুই বাংলা জুড়ে ৫২টি অনুষ্ঠানের আয়োজন করেছে। তারই ধারাবাহিকতায় বসিরহাট জেলা শাখার অনুষ্ঠান হয়ে গেল গত ১৪ ফেব্রুয়ারি। ন‍্যাজাট দেবায়নের জলসাঘরে আয়োজিত এই অনুষ্ঠানের শিরোনাম ‘জেগে আছি বর্ণমালায়’।

Img 20230217 Wa0057
জেগে আছি বর্ণমালায় 4

বসিরহাট জেলার সভাপতি ও বাচিকশিল্পী সৌমিক ব্যানার্জী ও সকল সারথীদের আন্তরিক সহযোগিতায় সার্থক ও সুন্দর হয়ে ওঠে অনুষ্ঠান। শুভ উদ্বোধন করেন ‘বিশ্বভরা প্রাণ’ অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় কমিটির সভাপতি কবি ও গল্পকার সিনথিয়া রহমান। সভাপতিত্ব করেন ভারত কেন্দ্রীয় কমিটির সভাপতি সংগীত ও বাচিকশিল্পী বিধুরা ধর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ বলরাম সরদার, শ্যামল গায়েন। এছাড়াও উপস্থিত ছিলেন তপন দেব (সম্পাদক, ন্যাজাট সুন্দরবন নাট্য উৎসব) এবং নাট্যকার ও নির্দেশক দীপক নায়েক।

Img 20230217 Wa0055
জেগে আছি বর্ণমালায় 5

অনুষ্ঠানে উল্লেখযোগ্য উপস্থিতি ছিল বাংলাদেশ আন্তর্জাতিক কমিটির সাংগাঠনিক সম্পাদক কবি ও সংগীতশিল্পী তিষন সেনগুপ্তের। উপস্থিত ছিলেন কলকাতার অন্যতম সারথী বাচিকশিল্পী মৌসুমী দাস। এদিনের অনুষ্ঠান সাজানো হয়েছিল একুশের ভাষা আন্দোলনের কথামালা, নাচ, গান, আবৃত্তি, নাটক দিয়ে। এছাড়াও ছিল দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ। সবশেষে অনুষ্ঠানের উদ্যোগ প্রসঙ্গে বলতেই হবে সেই মানুষটির কথা, ‘বিশ্বভরা প্রাণ’-এর প্রাণপুরুষ প্রখ্যাত বাচিকশিল্পী, প্রশিক্ষক, সংগঠক জাহান বশীরের নাম। তাঁরই নেতৃত্বে বিশ্বজুড়ে ‘বিশ্বভরা প্রাণ’ বাংলা ভাষা ও সংস্কৃতিকে বিশ্ব জুড়ে ছড়িয়ে দেবার প্রচেষ্টায় রত।