টলিপাড়ার নতুন উদ্যোগ “কান পেতে রই”
কেটে গিয়েছে বিষময় বিশ সাল। তবুও পরিবর্তন আসেনি পরিস্থিতির। বরং ভয়াবহতা আরো বেশি করে প্রতি মুহূর্তে গ্রাস করেছে মানবসমাজকে। কেবল শারীরিক অবক্ষয় নয়, মানসিক অবনমন তার চূড়ান্ত ফলাফল। এমতাবস্থায় টলিউডের বিশিষ্ট গুণীজনদের এক অভিনব উদ্যোগ “কান পেতে রই”। দৈনন্দিন সফরে বহু মানুষ হয়তো একাই জীবন কাটাচ্ছেন। ন্যূনতম কথা বলবার মতন প্রিয়জন-ও যাদের জীবনে নেই, তাদের সঙ্গে কিছু সময় গল্পে মাতবেন চিত্রনাট্যকার পরিচালক প্রেমেন্দুবিকাশ চাকী, পরিচালক সুব্রত সেন, পরিচালক উৎসব মুখার্জি, চিত্রনাট্যকার পদ্মনাভ দাশগুপ্ত, চিত্রনাট্যকার অদিতি মজুমদার ও ক্রিয়েটিভ ডিজাইনার একতা ভট্টাচার্য। যাদের কথা কেউ শোনেনি, তাদের না শোনা কথা শোনার জন্য কান পেতে থাকবেন এই মানুষেরা। বিকেল চারটা থেকে রাত্রি আটটা পর্যন্ত নাম, বয়স এবং ফোন নম্বর লিখে ফেসবুকে একটি মেসেজ করলেই আসবে ফোন।