Monday, February 3, 2025
৫ফোড়ন

দীপিকাকে ব্যাঙ্গ বিবেকের

অস্কার পুরস্কার অনুষ্ঠানের উপস্থাপকদের প্রথম তালিকায় রয়েছে দীপিকা পাড়ুকোনের নাম। খবরটি  টুইটারে শেয়ার করে পরিচালক বিবেক অগ্নিহোত্রী লিখেছেন, এটা ভারতীয় সিনেমার ‘আচ্ছে দিন’! এটা যে, বিবেকের বক্রোক্তি ছাড়া কিছু নয়, সেটা একজন শিশুও জানে। লোকটার মনের মধ্যে সর্বদা অদ্ভুত এক ঈর্ষার জ্বালা। গেরুয়া শিবিরের বাইরে কেউ কিছু অর্জন করলেই, ওঁর ভিতরের ঈর্ষার পোকাটা কিলবিল করে ওঠে। আদতে, দীপিকা যে যোগ্যতাবলেই এই  জায়গাটা পেয়েছেন, সেটা স্বীকার করার মতো মানসিকতা নেই বিবেকের। হাজার চেষ্টা করেও ‘পাঠান’-এর সাফল্য আটকাতে পারেননি এঁরা। ফলে, জ্বালা বেড়েছে। দীপিকার প্রতি ব্যঙ্গও সেই জ্বালারই প্রকাশ মাত্র।