Monday, February 3, 2025
৫ফোড়ন

দেবী রুক্মিণী

টলিপাড়ার অনেকের মুখেই এই প্রশ্নটা শোনা যায়, দেব রুক্মিণী ছাড়া আর কাউকে খুঁজে পেল না ? তাঁদের কেউ কেউ আবার দেবের ছবির নায়িকা। সম্প্রতি ‘কিশমিশ’-এর মুক্তির দিন ঘোষণা উপলক্ষে একটি মলে এসেছিলেন দেব-রুক্মিণী। সেখানে হঠাৎই দেব ঘোষণা করেন ২৯ এপ্রিল তিনি রুক্মিণীকে বিয়ে করছেন। বলা বাহুল্য, উপস্থিত ভক্ত ও মিডিয়ার লোকজনের মধ্যে প্রবল চাঞ্চল্য সৃষ্টি করে বার্তাটি। প্রসঙ্গত, ওইদিনই ‘কিশমিশ’ মুক্তি পাচ্ছে। নিন্দুকদের মুখে ছাই দিয়ে দেবের এই ঘোষণা, বোঝাই যায়। দেব যে রুক্মিণীকে খুঁজে নিয়ে খুশি, তাতে তো কোনও সন্দেহ নেই। ওঁদের সম্পর্কের বয়স নেহাত কম নয়। মানুষ হিসেবে দেব খুবই নম্র ও ঘরোয়া। ব্যক্তিগত বিষয়কে মিডিয়ার খাদ্য করে তোলা, তাঁর চরিত্র নয়। ফলে, বহুদিন পর্যন্ত গোপনই ছিল তাঁদের প্রেমপর্ব। কিন্তু সম্পর্কে ভাঁটা পড়েনি। লোকজনের বিস্ময়ের কারণটা বোধহয় এখানেই। ইন্ডাস্ট্রিতে লোকজন রুমাল পাল্টাবার মতো করে সঙ্গী বদলায়। দেব তারকা হয়েও একাগ্র থেকেছেন। এদিকে আবার তথাকথিত তারকাদের ছেড়ে রুক্মিণীতে মজেছেন। এটা ওই হজম না হওয়ার মতো একটা ব্যাপার যেন ! অন্যের হজম না হওয়ায় অবশ্য কিছু যায়-আসে না দেব-দেবীর। ওঁরা কবে বিয়ে করবেন, সেটাও বড় নয়। ওঁরা নিজেদের বৃত্তে খুশি–সেটাই আসল কথা।