ধনকুবের ইলন
প্রায় ২২ হাজার কোটি টাকার বিনিময়ে টুইটারের ৯.২ শতাংশ মালিকানা কিনে নেন ইলন মাস্ক কিছুদিন আগে। তারপরই আর একপ্রস্থ চমক। সম্প্রতি টুইটার কিনতে শেয়ার পিছু ৫৪.২০ মার্কিন ডলার দেওয়ার প্রস্তাব দেন মাস্ক। ভারতীয় মুদ্রায় এই অর্থের মূল্য প্রায় ৪১২৫ টাকা। এই হিসাব ধরলে গোটা সংস্থার মোট বাজারদর দাঁড়ালো ৪১০০ কোটি মার্কিন ডলার। ভারতীয় অঙ্কে দাঁড়ায় প্রায় ৩১,২৩,২৩,৬৫,০০,০০০ টাকার কাছাকাছি। দেখেই মাথা ঘুরছে তো ? সেটাই স্বাভাবিক। আমারই তো লিখতে লিখতে চোখে অন্ধকার দেখার জোগাড়। যদিও এতে অবাক হওয়ার কিছু নেই। লোকটার টাকার পরিমাণ যে আমাদের গোনাগুনির হিসেবের উর্দ্ধে, সে তো সর্বজনবিদিত। প্রথমে কিছু জল্পনা হলেও মাস্কের প্রস্তাব মেনে নিয়েছে টুইটার। এতগুলো টাকা নগদে পাচ্ছে তারা। এ লোভ সামলানো সত্যিই দায় !