নতুন সিজনের অপেক্ষা
আসছে দ্য ফ্যামিলি ম্যান, অসুর ও পঞ্চায়েত এবং অন্যান্য
আবার কোভিড সংক্রমণ ! নতুন সঙ্গী ওমিক্রন !! অর্থাৎ সিনেমাহলগুলি আবার বন্ধ। এমন এক প্রেক্ষিতে ওটিটি প্ল্যাটফর্ম ছাড়া বিনোদনপ্রেমী মানুষের গতি কী ? আর এটা ভেবেই সম্ভবত দ্বিগুন উৎসাহে ওয়েব সিরিজ দর্শকের জন্য তাঁদের চাহিদার উপাচারগুলি নিয়ে এলো বিভিন্ন চ্যানেল।
এই ‘ দ্য ফামিলি ম্যান’-এর কথাই ধরা যাক। মনোজ বাজপেয়ীর মতো একজন অভিনেতা যখন ওয়েব সিরিজে কাজ করে, তখন সেটাই একটা খবরে পরিণত হয়। ‘ফামিলি ম্যান’ যে খুব তাড়াতাড়ি ওয়েব দর্শকের হৃদয় হরণ করবে, তাতে আর সন্দেহ কী! মনোজ এখানে থ্রেট এনালিসিস ও সার্ভিলেন্স সেলের একজন সিনিয়র অফিসার। প্রযোজক রাজ নিদিমরু ও কৃষ্ণা ডি কে একেবারে যোগ্য মানুষকেই নির্বাচিত করেন চরিত্রটির জন্য। ওঁরাই সিরিজের লেখক। সঙ্গে আছেন সুমন কুমার। সন্ত্রাসবাদী আক্রমণের হাত থেকে দেশকে রক্ষা করতে উদয়াস্ত কাজ করছেন শ্রীকান্ত তিওয়ারি।
শ্রীকান্ত একজন আদ্যন্ত পরিবার কেন্দ্রিক মানুষ। পরিবারের প্রতি সমান যত্নবান থাকার চেষ্টা করেন। এরই মধ্যে পেশাদারী ক্ষেত্রে অমন গুরুত্বপূর্ণ ও গোপনীয় একটি কাজ। কীভাবে ব্যালান্স করেন শ্রীকান্ত, তাই নিয়েই এগিয়েছে এই সিরিজের দুটি সিজন। স্পাই, থ্রিলার ছাড়াও এতে আছে ব্ল্যাক হিউমার। অভিনয়ে মনোজের পাশাপাশি আছেন সামান্থা রুথ প্রভু, প্রিয়ামনি, গুল পনাগ, শরিব হাশমি, নীরজ মাধব, পবন চোপড়া, শরদ কেলকর প্রমুখ বলিউড ও দক্ষিণী তারকা। আমাজন প্রাইমে প্রদর্শিত ‘ফামিলি ম্যান’ দেখেছেন দর্শক ১৯টি পর্বে। প্রথম সিজন ২০১৯-এর ২০ সেপ্টেম্বর, দ্বিতীয় সিজন ২০২১-এর ৪ জুন। আগের দুটি সিজন মুম্বই, দিল্লি, কেরালা, জম্মু-কাশ্মীর ও লাদাখে চিত্রায়িত। শোনা যাচ্ছে, তৃতীয় সিজনের ঘটনাবলী ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে ঘিরে পল্লবিত হবে। অর্থাৎ ওখানেই লোকেশন। খুব শিগগিরই আসছে তৃতীয় সিজন। আপাতত টানটান অপেক্ষা।
বলিউডের আর এক অত্যন্ত প্রতিভাবান অভিনেতা আরশাদ ওয়ার্সি অভিনীত ‘অসুর’-ও ওটিটি দর্শকের কাছে খুবই জনপ্রিয় হয়েছে। এবার আসছে ‘অসুর ২’। পুরো নাম ‘অসুর : ওয়েলকাম টু ইওর ডার্ক সাইড’! নামেই উপলব্ধ এ এক হাড় হিম করা ক্রাইম থ্রিলার। একজন সিরিয়াল কিলার এ সিরিজের নায়ক। সঙ্গে রয়েছে ধর্মের আফিং কানেকশন। ভুট-এর এই সিরিজ প্রযোজনা করেছেন তনভির বুকওয়ালা। আরশাদের সঙ্গে অভিনয়ে আছেন বরুণ শব্দি, অনুপ্রিয়া গোয়েঙ্কা, রিধি ডোগড়া, অ্যামি ওয়াঘ, শরিব হাশমি প্রমুখ। বেনারসের পটভূমিতে প্রস্তুত ‘অসুর’-এর পরের সিজনের অপেক্ষায় দর্শক।
আমাজন প্রাইমের আর এক হিট সিরিজ ‘পঞ্চায়েত’। স্যাটায়ার ফর্মে তৈরি এই সিরিজের মুখ্য আকর্ষণ যদি হয় এর রাইটিং। তাহলে, অভিনয়ে সেটাকে রিয়ালিস্টিক করে তুলেছেন জিতেন্দ্র কুমার, রঘুবীর যাদব এবং নীনা গুপ্তার মতো শক্তিশালী অভিনেতার টিম। বিশেষত, নীনাকে তো এই প্রথম ওয়েব সিরিজে পেলাম আমরা। আর শুরুতেই একেবারে কামাল করা অভিনয়। ওঁরা ছাড়াও সিরিজে আছেন বিশ্বপতি সরকার, চন্দন রায়, পূজা সিং, ফয়সল মালিক, আসিফ খান প্রমুখ। উত্তরপ্রদেশের প্রত্যন্ত গ্রাম ফুলেরা। সেখানে এক তরুণ ইঞ্জিনিয়ার যায় পঞ্চায়েত সেক্রেটারির চাকরি নিয়ে। সেখানেই নিত্যনতুন রঙ্গতামাশার নাটক–সিরিজ চলে সেই কঠিন বাস্তবতার অবলোকনে। কিন্তু মজার ছলে। দুরন্ত এই সিরিজ লিখেছেন চন্দন কুমার। পরিচালনা দীপক কুমার মিশ্র।
কাহিনী উত্তরপ্রদেশের হলেও, এর শুটিং হয়েছে মধ্যপ্রদেশের এক সত্যিকারের পঞ্চায়েত অফিসে। সিনেমাটোগ্রাফি অমিতাভ সিং। সম্পাদনা অমিত কুলকার্নি। সাউন্ডট্র্যাক অনুরাগ সাইকিয়া। ২০২০-র এপ্রিলে ‘পঞ্চায়েত’ শুরু। আর শুরুতেই জমে যায় এর বাজার। ওটিটি প্ল্যাটফর্মের এওয়ার্ড ফাংশনগুলিতে ‘পঞ্চায়েত’ প্রবলভাবে জায়গা করে নেয়। ফলত, ‘পঞ্চায়েত ২’ নিয়ে এই মুহূর্তে আগ্রহ তুঙ্গে। সিরিজের মুখ্য অভিনেতা জিতেন্দ্র কুমারের কথায়, ” প্রথম সিজনের কাজ শেষ হওয়া মাত্রই লকডাউন শুরু হয়ে যায়। ফলে, পরবর্তী সিজনের কাজ বন্ধ রাখতে হয় আমাদের। যদিও লেখালেখির পর্বটা হয়ে গেছিল। যাই হোক, এবার বলতে পারি, পরের সিজন আসছে।”
‘পঞ্চায়েত’-এ কাজ করে এতটাই তৃপ্ত নীনা যে, সিরিজের একবছর পূর্তিতে রীতিমতো কেক কেটে সেলিব্রেট করেছেন তিনি। ইনস্টাগ্রামে ভিডিও-ও দিয়েছেন তার। গ্রাম পঞ্চায়েতের প্রধান মঞ্জু দেবীর চরিত্রে এতটাই মিশে গেছেন নীনা, যে তিনিও এখন টানটান অপেক্ষায় দ্বিতীয় সিজনের। ভিডিওতে বলেছেন,” হ্যাপি ওয়ান ইয়ার টু পঞ্চায়েত, হ্যাপি ওয়ান ইয়ার টু আস। গেটিং রেডি ফর দ্য নেক্সট সিজন।”
বড়পর্দার মহা মহা তারকারা এখন ওটিটি প্ল্যাটফর্মে দাপটের সঙ্গে কাজ করছেন। দর্শকের প্রাপ্তির সঙ্গে তাঁদের পেশাদারী জীবনের থেমে যাওয়া চাকা নতুন করে চলমান হওয়ার প্রতিশ্রুতি। অতিমারীর প্রকোপ কঠিন অবস্থায় দাঁড় করিয়েছে বিনোদন দুনিয়াকে। সিনেমা হল খুলেও আবার বন্ধ। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ফাঁকেই নতুন প্ল্যাটফর্ম এই ওটিটি নিজের জমি শক্ত করে নিচ্ছে ক্রমশ। ওয়েব সিরিজের বাজার গরম। এতে কর্ম সংস্থানের সুযোগ বেড়েছে। এর থেকে ভালো সত্যিই কিছু হয় না। ‘ফ্যামিলি ম্যান’, ‘অসুর’ বা ‘পঞ্চায়েত’ ছাড়াও আরও বেশ কয়েকটি সিরিজ নতুন সিজন নিয়ে আসার তোড়জোড়ে ব্যস্ত। ২০২২-এও যে ওয়েব দুনিয়া বিনোদন বাজার দখল করে রাখবে, তা আগাম বলে দেওয়া যায়।