ননস্টপ আড্ডায় আজ সন্ধ্যায় ‘বর্ষা তুমি’
আষাঢ়-শ্রাবণ দু’মাস জুড়ে বাংলার বুকে বর্ষারানির সাম্রাজ্য বিস্তার। কত রূপ, রস ও রঙ তার ! আর সেইসব রূপ-রস-রঙ নিয়েই সৃজনশীল মানুষের যাবতীয় সৃষ্টিসুখ ! আজ সন্ধ্যায় এই অনুষঙ্গেই ননস্টপ আড্ডার নিবেদন ‘বর্ষা তুমি’। অতিথি কবি ও সাহিত্যিক ছন্দা চট্টোপাধ্যায়। আজ কথা-কবিতা ও গদ্যে প্রাণ পাবে বর্ষা। গত শুক্রবারের সন্ধ্যাটি কেটেছে গানে গানে। নানা বর্ণের গানে আমাদের দর্শক বন্ধুদের মাতিয়ে তুলেছেন সঙ্গীতশিল্পী জুটি কৃষ্ণেন্দু ভট্টাচার্য ও রেমা ভট্টাচার্য। রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দিবস ২২শে শ্রাবণ। আগামী শুক্রবার ১১ই আগস্ট এই উপলক্ষকে ঘিরেই আমাদের পালন ও উদযাপন ! দিনটিকে যদি আমরা তাঁর দর্শনের অনুষঙ্গেই পালন করি, দেখব, সেখানে পরতে পরতে ছড়ানো নতুন জন্মের জয়গান। শিরোনাম ‘শ্রাবণের বাইশে’। অনুষ্ঠানের দুই অতিথি প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী গৌতম মিত্র ও চিত্র পরিচালক শুক্লা মিত্র। ভাবনা ও সঞ্চালনা অজন্তা সিনহা। প্রতি শুক্রবার সন্ধ্যা ৭টায় ননস্টপ বিনোদন চ্যানেলে আয়োজিত ‘ননস্টপ আড্ডা’-য় উপস্থিত থাকেন সঙ্গীত, নৃত্য, বাচিকশিল্প, চিত্রশিল্প, নাটক, সাহিত্য, রান্না, পর্যটন, ফ্যাশন ও আরও নানাক্ষেত্রের বিশিষ্ট মানুষজন। বিভিন্ন বিষয়ে আলোচনা থাকে আড্ডার মেজাজে। সঙ্গে গান-আবৃত্তি ইত্যাদি তো আছেই। নিজস্ব প্রতিনিধি