Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

ননস্টপ আড্ডায় ‘কবিপক্ষ’

কবিপক্ষ বলতে কী আমরা শুধু পঁচিশে বৈশাখ থেকে বাইশে শ্রাবণ, এই সময়কালকেই ধরবো ? আমাদের প্রাণের ঠাকুরকে নিয়ে চর্চার সময়সীমা কী এভাবে নির্ধারিত করা যায় ? তিনি যে বাঙালির সমস্ত সত্ত্বা জুড়ে অধিষ্ঠান করেন। শুধু বাঙালি কেন, বিশ্বের সমস্ত সংবেদনশীল, মানবতাবাদী মানুষের জীবনচর্চার অনেকটাই রবীন্দ্রদর্শনের প্রভাবে ঋদ্ধ। আদতে যাঁরা রবীন্দ্রদর্শনে প্রকৃত বিশ্বাসী, তাঁদের কাছে সারা বছর, সারা জীবন কবিপক্ষ ! কথা-গান-কবিতায় তারই অবলোকন আজকের ননস্টপ আড্ডায়। আজ সন্ধ্যা ৭টায় আমাদের ইউটিউব চ্যানেল ননস্টপ বিনোদনে দেখুন ‘কবিপক্ষ’। অংশগ্রহণে সঙ্গীতশিল্পী নির্মাল্য ভট্টাচার্য এবং শিক্ষক ও আবৃত্তিশিল্পী শর্বরী ব্যানার্জী আচার্য।