Monday, February 3, 2025
৫ফোড়ন

না-পোশাকে উরফি

ইদানীং মুঠোফোনে গুগল সার্চ করলেই দুনিয়ার খবরের চ্যানেলের অলিগলি বেয়ে যাঁর ছবি বারবার স্ক্রিনে ভেসে ওঠে, তিনি উরফি জাভেদ। কে এই উরফি? এমন কী করে ফেলেছেন তিনি ?  না, কয়েকটি ডেলি সোপে অভিনয় আর বিগ বস ওটিটির সিজন ১-এর প্রতিযোগী হিসেবে পর্দায় উপস্থিতি। কিন্তু এমন তো হাজারো আছে। উরফির বাড়তি টিআরপি কোন গুণে ? এ হলো, সেই চিরন্তন গুণ, যাকে হাতিয়ার করে খুব তাড়াতাড়ি লাইমলাইটে আসা যায়। বস্তুত, উরফির ফটোশুট দেখলে মনে হয়, পোশাক জিনিসটি আবিষ্কার না হলেও কিছু যেত-আসতো না। তবে, এটা যে আসলে একটা সাপলুডো খেলার মই, পাশেই থাকে সাপের হা, সেটা সুন্দরী মনে রাখছেন আশা করি।