Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

না ফেরার দেশে চলে গেলেন সংগীতশিল্পী পিলু ভট্টাচার্য

বাংলার সংগীতজগতে ফের নক্ষত্র পতন ৷ প্রয়াত সংগীতশিল্পী পিলু ভট্টাচার্য ৷ টলি পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার রাতে আচমকা বুকে ব্যথা অনুভব করেন পিলু ভট্টাচার্য ৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা যায় ৷ পিলু ভট্টাচার্যের অকাল মৃত্যুতে তার পরিবার শোকাহত ৷ রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পীর আকস্মিক মৃত্যুতে সঙ্গীত জগতেও শোকের ছায়া নেমে এসেছে।
শিল্পীর পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি ৷ প্রখ্যাত শিল্পী কিছুদিনের জন্য বুকে ব্যথা নিয়ে হাসপাতালেও ভর্তি ছিলেন। কিন্তু সম্প্রতি বাড়ি ফিরে এসেছিলেন। বাড়িতেই চিকিৎসকদের পরামর্শ মেনে চলতেন তিনি । তবে বৃহস্পতিবার রাতে আচমকা বুকে তীব্র ব্যথা অনুভব করেন তিনি৷ পরিবারের লোকজন তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন৷ তবে শেষ রক্ষা হয়নি৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়েছে প্রখ্যাত এই সংগীতশিল্পীর৷
এদিন শিল্পীর পুত্র ঋতর্ষি ভট্টাচার্য সোশ্য়াল মিডিয়ায় ওই খবর দিয়ে বলেন, ‘অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, আমার বাবা পিলু ভট্টাচার্য আজ আমাদের ছেড়ে চলে গিয়েছেন। তার আত্মার শান্তি কামনা করুন’।
২০১৫ সালে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন পিলু ভট্টাচার্য ৷ কেরিয়ারের প্রথমদিকে বেশ কয়েকবছর লড়াই করলেও পরবর্তী সময়ে তাঁকে আর ফিরে তাকাতে হয়নি ৷ তাঁর একের পর এক হিট গান মন কেড়েছে শ্রোতাদের ৷ জলছবি, বিষ্টি পড়ে, এমন ছিল না কথা, কান্দিয়া আকুল, চল যাই-এর মতো একাধিক হিট গান তৈরি করেছিলেন শিল্পী। বাংলা ছবিতেও বেশ কিছু হিট গান রয়েছে তাঁর ৷ মজার গানের জন্য বাংলার সংগীতজগতে আলাদা করে জায়গা করে নিয়েছিলেন পিলু ভট্টাচার্য ৷ প্যারোডি গানে তাঁর জুড়ি মেলা ভার। ২০০৭ সালে মুক্তি পেয়েছিল পিলু ভট্টাচার্যের রাধামাধব অ্যালবামটি। সেখানে তাঁর মৌলিক গান রীতিমতো জনপ্রিয়তা লাভ করতে শুরু করে।
গানের পাশাপাশি তিনি খেলাধুলো ভালোবাসতেন বরাবরই । দিয়েগো মারাদোনার সামনেও গান গেয়েছিলেন পিলু ভট্টাচার্য। মারাদোনাকে নিয়ে তাঁর সেই গান মন ছুঁয়ে গিয়েছিল বাঙালির ৷ এমনকী মারাদোনা নিজেও তাঁর গানের প্রশংসা করেছিলেন ৷ ২০১৯ সালে টিম ইন্ডিয়ার জন্যও ‘ইন্ডিয়া জিতেগা’ এই গানটি লিখেছিলেন পিলু ভট্টাচার্য ৷ পরে সেই গানটি হিন্দিতেও গেয়েছিলেন তিনি ৷
প্রাণোচ্ছ্বল মানুষটিকে নিজের মতো করে স্মরণ করেছেন টলিপাড়ার বিশিষ্ট বর্গ। পিলু ভট্টাচার্যের প্রয়াণ সংবাদ পেয়ে সঙ্গীতশিল্পী জোজো লিখেছেন, ‘ পিলু এটা ঠিক হল না বন্ধু।’ অন্যদিকে, রিঙ্গো নিজের পোস্টে লিখেছেন, ‘সি ইউ অন দ্যা আদার সাইড মাই ফ্রেন্ড ।’