নাইস নায়সা
কিছুদিন আগে পর্যন্ত কেউ সেভাবে লক্ষ্য করেনি তাকে। সচরাচর তারকা পুত্রকন্যাদের ক্ষেত্রে যেমন হয়, একেবারে জন্মাবার পর থেকেই মিডিয়া হামলে পড়ে। এই সইফ-করিনা পুত্র তৈমুর বা বিরাট-অনুষ্কার কন্যা ভমিকার বেলাতেই দেখুন–রোজ তারা খবরে। নিত্যনতুন ছবি ছাপছে মিডিয়া। অজয়-কাজল কন্যা নায়সার ক্ষেত্রে কিন্তু সেটা মোটেই ঘটেনি। বরং আড়ালেই ছিল তার অস্তিত্ব ! একটি ইভেন্টে একবার মাত্র অজয় দেবগণের সঙ্গে দেখা গেছিল নায়সাকে। কিন্তু দেখা আর নজর কাড়া তো এক নয় ! সেই মেয়েই হঠাৎ যেন কুঁড়ি থেকে ফুল হয়ে ফুটে উঠলো। মা কাজলের মতোই যত বয়স বাড়ে তত যেন রূপ খোলে মেয়ের। এই মুহূর্তে বিনোদন ম্যাগাজিনের রঙিন ক্যামেরা তার দিকেও ধাবমান। শিরোনামে এসে গেছে নায়সা। তাহলে, অপেক্ষা কী শুধু লঞ্চিংয়ের ? প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে।