Monday, February 3, 2025
৫ফোড়ন

নাগিন এলেন বঙ্গে

বলিউডের বঙ্গকন্যা মৌনী রায়। বেশ কিছু মেগা এবং রিয়ালিটি শোয়ে অংশগ্রহণ ক’রে হিন্দি টেলিভিশনের সুপারস্টার তিনি এখন। আর মৌনীর নাগিন অবতার তো এককথায় বাম্পার হিট। ছোটপর্দায় কামাল করলেও বড় পর্দায় তেমন সাফল্য পাননি মৌনী। সেইজন্যই কী নিজের কেরিয়ারকে এবার বাংলা ছবি অভিমুখী করছেন তিনি ? ছবির নাম ‘মির্জা’। খবরে যতটুকু প্রকাশ, বাংলা হলেও এই একশন ছবি মুম্বইতে তৈরি হচ্ছে। পরিচালক সুমিত-সাহিল। ছবির নায়ক অঙ্কুশ। সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই ‘মির্জা’ ছবির পোস্টার রিলিজ হয়েছে। জানা যাচ্ছে, মির্জা ছবির একটি গানে দেখা যাবে মৌনীকে। অর্থাৎ নায়িকার ভূমিকায় কাজ করছেন কিনা, এখনও পরিষ্কার নয়। সে হোক, সিনেমায় মৌনীর বঙ্গ কানেকশন হলো তো কোনওভাবে ! তাতেই খুশি তাঁর তামাম ভক্তকুল !!