নাচের মঞ্চ এবং মালাইকার বিয়ে
রিয়ালিটি শোয়ের বাজারে রমরমা কান্ড ঘটিয়ে শুরু হতে চলেছে ‘ইন্ডিয়াজ বেস্ট ডান্সার’ সিজন ৩! এবারও সারা দেশ জুড়ে চলা এই শোয়ের মাধ্যমে বেছে নেওয়া হবে সেরা ডান্সার ! সোনি টিভিতে আয়োজিত এই ডান্স রিয়েলিটি শোয়ের জন্য ট্যালেন্ট খুঁজে বের করার কাজটা শুরু করে দিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। খুব শিগগিরই শুরু হচ্ছে অডিশন। কে বা কারা শো হোস্ট করবেন, এখনও জানা যায়নি। গত দুটি সিজনে যথাক্রমে মণীশ পল এবং ভারতী সিং ও হার্ষ লিম্বাচিয়া ছিলেন শো পরিচালনার দায়িত্বে। বিচারকের আসনে থাকছেন গীতা কাপুর, টেরেন্স লুইস এবং মালাইকা অরোরা। শেষের জনকে নিয়ে এই মুহূর্তে বাজার অবশ্য বিস্তর গরম এই মুহূর্তে। অর্জুন কাপুরের সঙ্গে তাঁর সম্পর্ক এতদিন হাওয়ায় ঘুরেছে। এবার বিয়ে করছেন ওঁরা। আর সেই ঘোষণা হওয়ার পর থেকেই মালাইকা আবার খবরে। লোকজন বলছে, ‘ইন্ডিয়াজ বেস্ট ডান্সার’ সিজন ৩-এর প্রচারে মালাইকার বিয়ের খবরও প্রচারে থাকবে, বোঝাই যাচ্ছে।