Monday, February 3, 2025
বিনোদনের ছোট বাক্স

নাচের মঞ্চে দুরন্ত কচিকাঁচারা

ডান্স ডান্স জুনিয়র ৩-এ এই সপ্তাহে নক আউট রাউন্ড। পারফরম্যান্সের পর এলিমিনেশন এবং এখান থেকেই সেমি ফাইনাল রাউন্ডে যাওয়া। বোঝাই যাচ্ছে কতটা টেনশনপূর্ণ হতে চলেছে এই সপ্তাহের পর্ব ! এই পর্বে তাক লাগিয়ে দেয় অনুষ্কা তার ক্ল্যাসিকাল ফর্মে পরিবেশিত পুরাণের একটি অংশ পরিবেশনের মাধ্যমে। এছাড়াও অনুব্রত ও আরোহীর পারফরম্যান্সে ছিল দুরন্ত চমক। দেব সহ বিচারকদের নজর কেড়ে নেয় সকলেই।

প্রতিবারের মতোই মঞ্চে আগুন জ্বলে ওঠে কথাকলির পাওয়ার প্যাকড পারফরম্যান্সে। দারুণ পারফর্ম করে চিত্রিতাও। এত কিছুর পরেও টেনশন যায় না। কে থাকবে আর কে এলিমিনেট হবে, জানতে দেখুন ডান্স ডান্স জুনিয়র ৩, ১৭ ও ১৮ ডিসেম্বর, শনি রবি রাত ৯.৩০ মিনিটে।