নিজের পরিচয়েই কৃতি সোনাক্ষী
গসিপ কলম লিখিয়েদের কল্পনাশক্তিকে সত্যিই বাহবা জানাতে হয়। তবে, তারা বড্ড একই লোককে টার্গেট করে অস্ত্র থুড়ি কলম শানায়। সাম্প্রতিককালে তাদের টার্গেট সোনাক্ষী সিনহা। সোনাক্ষী শত্রুঘ্ন-পূনমের কন্যা কিনা, তাই নিয়ে নাকি প্রচুর সন্দেহ আছে ! তাদের মনগড়া কাহিনি এইরকম, একদা শত্রুঘ্নর সঙ্গে রীনা রায়ের প্রেম ছিল। সোনাক্ষী পূনম নয়, রীনার কন্যা। তাঁদের চেহারার মিলই এই গল্প বিস্তারের কারণ ! বোঝো একবার ! এই কল্পনার জগতে বিচরণকারী গসিপ লিখিয়েরা এই প্রশ্নও তুলেছে, সোনাক্ষী এত বিলাসিতার মধ্যে থাকেন এই পরিবারে। আদৌ কী তিনি এই পরিবারের সদস্য ? হলুদ সাংবাদিকতা চিরকালই ছিল। তবে, ইদানীং সেটা মাত্রা ছাড়িয়েছে। সোনাক্ষী সিনহা এই প্রজন্মের শক্তিশালী অভিনেত্রীদের একজন। তাঁর কাজ পাওয়ার প্রথমটা বাবার সূত্রে হলেও, পরে তিনি নিজের ক্ষমতার পরিচয় রেখেছেন অন্যান্য ছবিতে। এভাবে তার ব্যাক্তিগত জীবন নিয়ে রুচিহীন আক্রমণ কখনই সমর্থনযোগ্য নয়।