পর্দায় ফিরছেন টুইঙ্কেল
হিন্দি ছবির স্টারডমে প্রথম সারিতে ছিলেন সুপারস্টার রাজেশ খান্না। এহেন এক তারকার কন্যা শুরু থেকেই বড় ব্রেক পাবেন এটাই বি টাউনের রীতি। ফলে, শাহরুখ, আমির, সলমন থেকে শুরু করে সে সময়ের নামী সব নায়কের বিপরীতেই কাজ করার সুযোগ রাতারাতি পেয়ে যান টুইঙ্কেল খান্না। যদিও কেরিয়ার জমাতে পারেননি তিনি। অক্ষয় কুমারের সঙ্গে প্রেম ও তাঁর ঘরণী হয়েই জীবন কাটাবেন, এমনটাই ছিল টুইঙ্কেলের সিদ্ধান্ত। তাঁর মধ্যে অভিনয় প্রতিভা নেই, এমনটাও নিজেই বলেন সেই সময়। মাঝে নানা কাজ–ইন্টেরিয়র ডিজাইনিং থেকে সংবাদপত্রে কলম লেখা। বইও লিখেছেন টুইঙ্কেল। কিন্তু সিনেমা তো তাঁর রক্তে। মা ডিম্পল এখনও চুটিয়ে কাজ করছেন। তার জন্যই বোধহয় এবার ফেরার সিদ্ধান্ত। ১১ বছর পর নিজেরই লেখা কাহিনিভিত্তিক ছবিতে ফিরছেন টুইঙ্কেল খান্না। লক্ষী প্রসাদ ও টুইঙ্কেলের যৌথ ছোটগল্প সংকলন ‘দ্য লেজেন্ড অফ লক্ষ্মীপ্রসাদ’-এর অন্তর্ভূক্ত গল্প ‘সালাম নানি আপা’ গল্প অবলম্বনে ছবিটি তৈরি করছেন, পরিচালক সোনাল ডাবরাল। বিজ্ঞাপন দুনিয়ার পরিচিত নাম সোনালের এই ছবি দিয়েই পরিচালনার হাতেখড়ি হচ্ছে বড়পর্দায়। এখন দেখার, গত ১১ বছরে যতটুকু জানতেন, সেই অভিনয়টাও ভুলে গেছেন টুইঙ্কেল ? না জীবন তাঁকে এমন কিছু দিয়েছে, যার দ্বারা ম্যাজিকাল কিছু ঘটান তিনি !