Monday, February 3, 2025
৫ফোড়ন

পুষ্পার নায়িকা পিছিয়ে

আল্লু অর্জুন ও ‘পুষ্পা দ্যা রাইজ’ প্রায় সমার্থক হয়ে গেছে। গত এক বছরে। অথচ, এমন তো নয়, এ ছবি নায়িকা-বর্জিত। ছবির সিক্যুয়েল মুক্তি পাওয়ার কথা ছিল এই বছরের শেষের দিকে, যেটা পিছিয়ে গিয়ে আগামী বছর মুক্তি পাচ্ছে। ‘পুষ্পা দ্যা রাইজ’-এর পর ‘পুষ্পা দ্যা রুল’। দুটিরই নায়িকা দক্ষিণী তারকা রশ্মিকা মন্দনা। তাঁরও জনপ্রিয়তা কম নয়। প্রথমটির  হাত ধরে তাঁরও নাম পৌঁছে যায় আন্তর্জাতিক স্তরে। কিন্তু ওই পর্যন্তই। ছবির পারিশ্রমিকের ক্ষেত্রে তাঁর অবস্থান আল্লু অর্জুনের থেকে অনেকটাই পিছিয়ে। ‘পুষ্পা দ্যা রাইজ’-এ আল্লুর পারিশ্রমিক ছিল ৫০ কোটি টাকা  আর রশ্মিকা মন্দনার পারিশ্রমিক ছিল মাত্র ২ কোটি। অর্থাৎ ব্যবধান ৪৮ কোটি টাকা। খবর বলছে, ‘পুষ্পা দ্যা রুল’-এ আল্লুর পারিশ্রমিকের সঙ্গে রশ্মিকা মন্দনার পারিশ্রমিকের ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ৯৬ কোটিতে। ভারতীয় বিনোদন ইন্ডাস্ট্রি পুরুষশাসিত, এ কথা সবাই জানে। তবে, এ ছবি যেন সব রেকর্ড ছাড়িয়ে গেছে।