Tuesday, May 13, 2025
৫ফোড়ন

প্রজ্ঞাকে একহাত নিলেন স্বর ভাস্কর

‘পাঠান’ ছবির ‘বেশরম রঙ’ গানকে কেন্দ্র করে সমালোচনার ঝড় তুলেছেন সাধ্বী প্রজ্ঞা, এ খবর আগেই প্রকাশ্যে আসে। এ বাবদ এক ভিডিওতে বিশেষভাবে হিন্দু সম্প্রদায়ের দর্শককে উদ্দেশ্য করে প্রজ্ঞা রীতিমতো ‘পাঠান’ বয়কটের ডাক দিয়েছেন। শাহরুখ-দীপিকা অভিনীত এই ছবি শুরু থেকেই দেশের ইদানীংকার বয়কট সংস্কৃতির শিকার। এই ভিডিও সেই আগুনে ঘি ঢেলেছে, বলাই বাহুল্য। এবার এর প্রতিবাদে প্রজ্ঞাকে একহাত নিলেন বলিউড অভিনেত্রী স্বর ভাস্কর। এক অনলাইন নিউজ পোর্টালে ভিডিওটি রিপোস্ট করে স্বর বলেছেন, যিনি নিজেই উগ্রপন্থীর অভিযোগে অভিযুক্ত, তিনি আবার অপরের কাজের খুঁত ধরেন কোন মুখে ! ভোপালের মানুষের সব সমস্যার সমাধান কী হয়ে গেছে? আপনি তো দেখছি অদ্ভুত আচরণ করছেন ম্যাডাম ? এর উত্তরে প্রজ্ঞার বক্তব্য অবশ্য এখনও জানা যায়নি।