Thursday, March 13, 2025
ওয়েব-Wave

প্রতীক্ষা তীব্র ‘দ্য রেলওয়ে মেন’ নিয়ে

হাতে হাতে স্মার্টফোন। তরুণ প্রজন্মের চোখ ইদানীং নিত্যনতুন ওয়েব সিরিজে। সারা বিশ্বের স্ট্রিমিং বিনোদন এখন হাতের মুঠোয়। সেইসব সিরিজ নিয়েই নানাকথা এই বিভাগে। ১৯৮৪ সালে ঘটে যাওয়া মর্মান্তিক এবং মানবসভ্যতার পক্ষে চরম লজ্জাজনক ভোপাল গ্যাস ট্রাজেডির প্রেক্ষাপটে তৈরি ‘দ্য রেলওয়ে মেন’। লিখেছেন মৃণালিনী ঠাকুর

প্রয়াত অভিনেতা ইরফান খানের পুত্র হিসেবে প্রথমটায় ভারতীয় বিনোদন দুনিয়ায় পরিচিতি পেলেও, এখন নিজ প্রতিভা গুণেই দর্শকের নজর কেড়ে নিয়েছেন বাবিল খান। বাবিল যে শুধু বাবার প্রতিভার উত্তরাধিকার নিয়েই অভিনয়ে এসেছেন, এমনটা নয়। তাঁর মা হলেন একজন প্রখ্যাত চিত্রনাট্যকার ও প্রযোজক সুতপা সিকদার। ২০১৭-য় মুক্তিপ্রাপ্ত ‘করিব করিব সিঙ্গল’-এ একজন ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট হিসেবে বাবিলের কেরিয়ার শুরু। অভিনেতা-রূপে তাঁর আত্মপ্রকাশ ২০২১-এ ইংরেজি স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘দ্য ম্যাট্রেস ম্যান : আ ইয়ান টু অ্যাকশন’-এ। এরপর তাঁকে আমরা পাই নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত অনভিতা দত্তগুপ্তা পরিচালিত ‘কালা’ ছবিতে। এ ছবিতে তাঁর অভিনয় দারুণ প্রশংসিত হয়। বাবিলের ওয়েব অভিষেক ঘটেছে ‘দ্য রেলওয়ে মেন’ ওয়েব সিরিজের মাধ্যমে। এই সিরিজে তিনি স্ক্রিন শেয়ার করেছেন কে কে মেনন, মাধবন ও দিব্যেন্দু শর্মার মতো অভিনেতার সঙ্গে। 

Images 3 1 1
প্রতীক্ষা তীব্র 'দ্য রেলওয়ে মেন' নিয়ে 6

একদিকে যশরাজ ফিল্মসের ডিজিটাল মানচিত্রে পদক্ষেপ ও স্ট্রিমিং বিনোদনে আগমন। অন্যদিকে বলিউডের অন্যতম বৃহৎ প্রযোজনা সংস্থার ব্যানারে বাবিলের ওয়েব যাত্রা শুরু। সংবাদ মাধ্যমে আদিত্য চোপড়ার ওটিটি প্রজেক্টের ঘোষনার সঙ্গে সঙ্গেই নড়েচড়ে বসেছিল বিনোদন ও সংবাদ মাধ্যম। এরপর তাঁদের প্রযোজনার কনটেন্ট কী হবে, সেটা জেনে আগ্রহের পারদ যে আর একটু উর্দ্ধমুখী হয়ে উঠল, সে কথা বলাই বাহুল্য। ‘দ্য রেলওয়ে মেন’ ১৯৮৪ সালে ঘটে যাওয়া মর্মান্তিক এবং মানবসভ্যতার পক্ষে চরম লজ্জাজনক ভোপাল গ্যাস ট্রাজেডির প্রেক্ষাপটে তৈরি। সারা বিশ্বকে চমকে দিয়েছিল মানুষের হাতেই সৃষ্ট মানবজাতির সেই ভয়াবহ পরিণতির ঘটনা। এই সিরিজ মূলত ভোপাল স্টেশনে কর্মরত রেলওয়ে কর্মীদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন। 

Images 2 1
প্রতীক্ষা তীব্র 'দ্য রেলওয়ে মেন' নিয়ে 7

বলা বাহুল্য, মানবজাতির প্রতি চূড়ান্ত কলঙ্কময় এই অধ্যায়কে পর্দায় আনার ক্ষেত্রে কোনও ত্রুটি রাখেননি যশরাজরা। মর্মান্তিক ও ঐতিহাসিক লজ্জাজনক এই ঘটনাকে বাঙ্ময় করে তোলার ক্ষেত্রে কনটেন্ট নির্মাণে বিশেষ নজর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তাঁরা। এ ছাড়াও আধুনিক প্রযুক্তির চূড়ান্ত প্রয়োগ ঘটিয়ে বিষয়টিকে বিশ্বাসযোগ্য ও বাস্তবসম্মত করে তোলা হয়েছে। অত্যাধুনিক ভিস্যুয়াল এফেক্টের সাহায্যে নির্মিত ‘দ্য রেলওয়ে মেন’ দর্শককে দিতে চলেছে অতুলনীয় সিনেমাটিক অভিজ্ঞতা ! পরিচালনা শিব রাওয়েল। গল্প ও চিত্রনাট্য লিখেছেন আয়ুষ গুপ্ত। ‘দ্য রেলওয়ে মেন’ নিয়ে ওয়েব দর্শকের মধ্যে যথেষ্ট আগ্রহ থাকলেও, এর সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায়নি। কবে থেকে কোথায় স্ট্রিমিং শুরু হবে, তাও পরিষ্কার নয়। সর্বশেষ যা খবর, এ বছর ডিসেম্বরে এই সিরিজ স্ট্রিমিং শুরু হতে পারে। 

শেষ করব বাবিলের কথা দিয়েই। ইরফান ছিলেন ভারতীয় সিনেমা দর্শকের অত্যন্ত প্রিয় এক মানুষ। তাঁর অভাব পূর্ণ হওয়ার নয়। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত প্রতিভার কিছু ঝলক নিশ্চয়ই বাবিলের মধ্যেও আমরা পাব। তবে, তাঁর মধ্যে ইরফানকে খুঁজতে যাওয়ার ভুল যেন আমরা না করি। বাবিল নিজের প্রতিভা, যোগ্যতা ও মেধার শক্তিতেই এগিয়ে যাবেন, সেটাই ইরফান ভক্তদেরও কাম্য হওয়া উচিত। যশরাজ ব্যানারে কে কে মেনন, মাধবন ও দিব্যেন্দুর মতো অভিনেতাদের সঙ্গে নির্বাচিত হয়ে, তিনি অনেকটা ধাপ এগিয়ে গেলেন নিঃসন্দেহে। বাকিটা সময় বলবে।