Tuesday, May 13, 2025
কৃষ্টি-Culture

বর্ণময় ননস্টপ আড্ডা

আজ সন্ধ্যায় ননস্টপ আড্ডা জমে উঠবে কথা ও কবিতায়। উপস্থিত থাকবেন প্রখ্যাত আবৃত্তিশিল্পী ও প্রশিক্ষক, আকাশবাণীর প্রাক্তন উপস্থাপক আর্তি চৌধুরী। সঙ্গে শিক্ষক ও লেখক, সঞ্চালক ও উপস্থাপক পৌলোমী সরকার। আগামী ২৬ শে মে আড্ডার আসর সাজানো হয়েছে বেশ ব্যতিক্রমী এক আয়োজনে। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফ্যাশন, আর্ট এন্ড ক্র্যাফট, ফুড ডিজাইনার মৌমিতা চ্যাটার্জী ও চিত্রশিল্পী রত্না বসু। শিল্পের নানা দিক নিয়ে আলোচনা হবে আড্ডায়। গত সপ্তাহে রবীন্দ্র জন্মদিবস উপলক্ষে আয়োজিত হয় ননস্টপ আড্ডার বিশেষ নিবেদন, শিরোনাম ‘ভুলে থাকি’। আড্ডার অতিথি ছিলেন উত্তরবঙ্গের প্রখ্যাত বাচিকশিল্পী নবনীতা দাস। আবৃত্তি ও প্রাসঙ্গিক আলোচনায় জমে ওঠে সন্ধ্যাটি। দর্শক বন্ধুদের জানাই, প্রতি শুক্রবার সন্ধ্যা ৭টায় ননস্টপ বিনোদন চ্যানেলে আয়োজিত ‘ননস্টপ আড্ডা’-য় উপস্থিত থাকেন সঙ্গীত, নৃত্য, বাচিকশিল্প, চিত্রশিল্প, নাটক, সাহিত্য, রান্না, পর্যটন, ফ্যাশন ও আরও নানাক্ষেত্রের বিশিষ্ট মানুষজন। নানা বিষয়ে আলোচনা থাকে আড্ডার মেজাজে। সঙ্গে গান-আবৃত্তি ইত্যাদি তো আছেই।