Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

বর্ণময় ‘ভাণ’-এর ২৩তম সংস্করণ

প্রকাশিত হয়েছে ‘ভাণ’-এর মাসিক ২৩তম ই-পত্রিকা। সম্পাদক গৌরাঙ্গ দণ্ডপাট, প্রচ্ছদশিল্পী সোময়েত্রী চ্যাটার্জী। লিখেছেন বেশ কয়েকজন লেখক। প্রত্যেকের লেখার বিষয়ও বৈচিত্র্যময়। রয়েছে ‘গুল্লাক’ ওয়েব সিরিজ থেকে নাটক। এসেছে ‘হাওয়া’ বা ‘ঝিল্লি’-র মতো চলচ্চিত্রের কথা। বাদ যায়নি পুরনো পৌষমেলা আর রবি ঠাকুরের বিয়ের গল্পও। সবমিলিয়ে ভিন্নমাত্রার এই সংখ্যা পাঠক নিখরচায় পড়তে পারবেন একটিমাত্র ক্লিকে। ওয়েবসাইটে গিয়ে পড়া সম্ভব আগের ই-সংস্করণগুলিও। ইতিমধ্যে পূর্ববর্তী বছরগুলিতে  শতাধিক পৃষ্ঠায় ছাপা পুজো সংখ্যাও প্রকাশ করেছে ‘ভাণ’। ২০২২-এর পুজো সংখ্যার মুখ্য বিষয় রাখা হয়েছিল ‘রাজনৈতিক সংস্কৃতি’–পবিত্র সরকার থেকে আবদুল কাফি ও একাধিক গুণীজন লিখেছেন ‘ভাণ’-এর এই সংখ্যায়। অসংখ্য পত্রিকার মাঝে প্রয়োগকলা ও সংস্কৃতি বিষয়ক এই পত্রিকার প্রয়াস অবশ্যই বিরল ও ভিন্নধর্মী। ‘ভাণ’ পত্রিকা নিয়মিত প্রকাশ করে চলেছে তাদের মাসিক ই-পত্রিকা। সর্বোপরি শিল্প-সংস্কৃতি-সমাজভাবনা মূলক বিষয় সন্নিবেশ করার কারণে, এই পত্রিকা পাঠকমহলে বিপুল সাড়া ফেলেছে।

উৎসাহী পাঠকের জন্য রইল পত্রিকার লিঙ্ক— https://bhaanculture.com/index.php/2022/12/14/a5-2-2/