বলিউড মশালায় রঙিন ‘তু ঝুটি ম্যায় মক্কার’
নতুন ছবির মুক্তি হোক বা নির্মাণ। পোস্টার, ট্রেলার রিলিজ। ছবি হিট এবং ফ্লপ। তারকাদের জীবনের ওঠাপড়া। বাংলা ও হিন্দি মিলিয়ে সিনেমার দুনিয়ায় প্রতি মুহূর্তে ঘটে চলেছে নানা বৈচিত্রপূর্ণ ঘটনা। সেইসবই এই বিভাগে, প্রতি সপ্তাহে। হোলির রঙে মুক্তি পাচ্ছে রনবীর কাপুর ও শ্রদ্ধা কাপুর অভিনীত ‘তু ঝুটি ম্যায় মক্কার’। লিখেছেন মৃণালিনী ঠাকুর।
একজন শক্তিশালী অভিনেতা হওয়া সত্বেও বারবার তাঁর কেরিয়ারে ফ্লপের কাঁটা বিঁধেছে। আর এর জন্য সিনেমা বিশেষজ্ঞগণ দায়ী করেন তাঁকেই। কাপুর খানদানের এই চিরাগ সম্পর্কে অভিযোগ, তিনি চিত্রনাট্য ভালো করে না পড়েই পরিচালকদের ‘হ্যাঁ ‘ বলে দেন। দক্ষ পরিচালকের হাতে পড়লে বিষয়টা সামলে যায়। যেটা ঘটেছে ‘সঞ্জু’ ছবিতে। ঠিকই ধরেছেন। রণবীর কাপুরের কথাই বলছি। সঞ্জয় দত্তকে নিয়ে তৈরি রাজকুমার হিরানির এই বায়োপিক-এর চূড়ান্ত সাফল্যের পর রণবীরকে দেখা যায় করণ মালহোত্রার ‘সমশেরা’-য়, যা মোটেই প্রভাব ফেলতে পারেনি কী বক্স অফিস, কী সমালোচকদের মনে ! এরপরই অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান–শিবা’। অয়নের ট্রিলজির এটি প্রথম নিবেদন। বিপরীতে বেটার হাফ আলিয়া ভাট। এই ফ্যান্টাসি ছবিটি বাণিজ্য সফল হলেও, পর্দায় কর্তা-গিন্নির রসায়ন জমেনি তেমন, অভিযোগ!
হোলির দিন, অর্থাৎ ৮ই মার্চ মুক্তি পাচ্ছে রণবীর অভিনীত ‘তু ঝুটি ম্যায় মক্কার’। পরিচালক লাভ রঞ্জনের এই রম-কমে রণবীরের বিপরীতে আছেন শ্রদ্ধা কাপুর। অন্যান্য ভূমিকায় অনুভব সিং বাসসি, ডিম্পল কাপাডিয়া, বনি কাপুর, মনিকা চৌধুরী, হাসলিন কাউর, রাজেশ জৈস, আয়েশা রাজা মিশ্র প্রমুখ। এই প্রথম পর্দায় জুটি বেঁধেছেন রণবীর ও শ্রদ্ধা। বনি ও ডিম্পল অভিনয় করছেন রণবীরের বাবা-মায়ের ভূমিকায়। প্রসঙ্গত, বলিউডের নামকরা প্রযোজক বনি কাপুরের অভিনেতা হিসেবে ডেবিউ হচ্ছে এই ছবিতে। এছাড়াও বিখ্যাত স্ট্যান্ড আপ কমেডিয়ান অনুভব সিং বাসসি, অভিনেত্রী মনিকা চৌধুরী ও হাসলিন কাউরেরও ডেবিউ হচ্ছে ‘তু ঝুটি ম্যায় মক্কার’-এর হাত ধরে। তবে, দর্শকের পাখির চোখ যে রণবীর-শ্রদ্ধার ওপরেই থাকবে, সেকথা বলাই বাহুল্য। ভরপুর মশালা ছবিতে দুজনেই ফিট। সেই ‘ফিট’ রেকর্ড ওঁদের যৌথ আবেদনে কতটা হিট দেয়, সেটাই দেখার।
নিজের লেখা গল্পে ‘তু ঝুটি ম্যায় মক্কার’ প্রযোজনা ও পরিচালনা করেছেন লাভ রঞ্জন। গল্প লেখায় লাভ রঞ্জনের সহযোগী হয়েছেন রাহুল মোদী। আর প্রযোজনা সঙ্গী অঙ্কুর গর্গ এবং টি সিরিজের ভূষণ কুমার ও কৃষাণ কুমার। সিনেমাটোগ্রাফি সান্থানা কৃষ্ণান রবিচন্দ্রন। গান লিখেছেন অমিতাভ ভট্টাচার্য। মিউজিক প্রীতম। ব্যাকগ্রাউন্ড স্কোর হিতেশ সোনিক। পরিবেশনা যশরাজ ফিল্মস। ছবির আউটডোর শুটিং হয়েছে দিল্লি, মুম্বই, মরিশাস ও স্পেনের বিভিন্ন লোকেশনে। ‘তু ঝুটি ম্যায় মক্কার’-এর ঘোষণা হয় ২০১৯-এর ডিসেম্বরে। তখনও এর নামকরণ হয়নি। যাই হোক, কথা ছিল ২০২১-এর মার্চে মুক্তি পাবে ছবিটি। তারপর সারা বিশ্বের সব ঘটনাক্রমের আগাম পরিকল্পনা তছনছ করে দেয় অতিমারি। স্তব্ধ জনজীবন। থেমে যায় সিনেমা তৈরির চাকা। আরও অনেক কিছুর মতোই পিছিয়ে যায় ‘তু ঝুটি ম্যায় মক্কার’-এর যাবতীয় সিডিউল। অনেক কাণ্ডের পর গত ২৬ জানুয়ারি মুক্তির তারিখ স্থির হয়েও আবার পিছিয়ে যায়। অবশেষে আগামী হোলির দিন এর শুভমুক্তি ধার্য হওয়ায় আপাতত টেনশনমুক্ত পরিচালক লাভ রঞ্জন সহ ছবির সঙ্গে সংশ্লিষ্ট সকলেই।
গল্পে তেমন অভিনবত্ব না থাকলেও টিম ‘তু ঝুটি ম্যায় মক্কার’ আশাবাদী ছবির সাফল্য সম্পর্কে। আদতে নিটোল গল্প নয়, নাচা-গানাই ‘তু ঝুটি ম্যায় মক্কার’-এর ইউএসপি হবে, একথা বোঝার জন্য সিনেমা বিশেষজ্ঞ হওয়ার দরকার পড়ে না। এক্ষেত্রে বলা যায়, ছবির গান ইতিমধ্যেই হিট। রণবীর-শ্রদ্ধার ডান্স সিকোয়েন্সের ভিডিওগুলিও ভালোই ভাইরাল হয়েছে। দুই বিপরীত স্বভাবের মানুষ, একজন চূড়ান্ত রোমান্টিক, অপরজন প্রবল চতুর–একজন সেয়ানা, আর একজন মিথ্যেবাদী! এদের মধ্যে যে টক্কর, তাতে মজা আর পাগলামির রঙ তো লাগবেই ! দুষ্টু-মিষ্টি দুষ্টুমিতে রণবীর-শ্রদ্ধা দুজনেই পর্দা মাতিয়ে তুলবেন বলে দাবি প্রযোজকদের। তবে, ‘পাঠান’ হাওয়া এখনও জোরেই বইছে। তার মধ্যেই নিজেদের পথ করে নিতে হবে ঝুটি ও মক্কারকে। শ্রদ্ধাকে নিয়ে কেউ তেমন ভাবছে না। তার কেরিয়ার মোটামুটি চলমান। তবে,স্বামী ও বাবা রণবীরের একটা হিট চাইই চাই এবার।