বসের ঘরে ক্রুষ্ণা
কপিলের শো ছেড়ে দিয়ে খবরে আসেন ক্রুষ্ণা অভিষেক কিছুদিন আগেই। এবার আর একপ্রস্থ খবরে বাজার গরম করে ফেলেছেন তিনি। বিগ বাজ বলে ভুটের সাপ্তাহিক শো হোস্ট করছেন ক্রুষ্ণা। বিষয়টা এই রকম–এই শোয়ে খেলা হবে বিগ বস প্রতিযোগীদের সঙ্গে ! কোন প্রতিযোগীরা, না, যাঁরা খেলা থেকে বাদ পড়বেন, অর্থাৎ ঘর থেকে বেরিয়ে যাবেন, তাঁদের সঙ্গে! ক্রুষ্ণা ও তাঁর ক্রেজি বিগ বস ফ্যান ফ্যামিলি এই হেরো প্রতিযোগীদের ক্লাস নেবেন। চলবে কথাবার্তা এবং নানা ধরনের গেম খেলা। এটাকে আপনি বিগ বসের এক্সটেন্ডেড মশালা ভারসান বলতে পারেন। ক্রুষ্ণা অভিষেকের কমিক টাইমিং, তাঁর পূর্বাপর দুর্দান্ত সিটকম পারফর্মিং ফান্ডাকে কাজে লাগিয়ে বিগ বস শোয়ে বাড়তি রঙ যোগ করতে চাইছে নির্মাতারা, সেকথা সহজেই বোঝা যায়।