বাবার মতো
বেচারা অভিষেক বচ্চন, যতই নিজের মতো চেষ্টা করুন তিনি, বাবার ছায়া আর তাঁর পিছু ছাড়ে না। অথচ ‘বানটি আউর বাবলি’, ‘সরকার’ বা ‘পা’ ছবিতে তিনি কিন্তু প্রমান করেছেন, তিনি তাঁর মতো। স্বতন্ত্র। দুর্ভাগ্য, তবু লোকজন তুলনা টানে বা অভিষেককে বাবা অমিতাভ বচ্চনের মতো অভিনয় করতে বলেন। অভিষেকের সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ‘দাসভি’ ছবিকে ঘিরে এমনই এক কান্ড ঘটেছে। ছবিটি দেখানো হচ্ছে নেটফ্লিক্স-এ। এই সূত্রেই একটি ‘লিকড অডিশন টেপ’ তৈরি হচ্ছে নেটফ্লিক্স-এ। এটি একটি প্যারডি ভিডিওর সিরিজ। এতে আগেই অংশ নেন পঙ্কজ ত্রিপাঠি, ইমরান হাশমি, সানিয়া মালহোত্রা প্রমুখ। অভিষেকও থাকবেন এতে। এই ভিডিও শুটের সময়েই বিপত্তি। পরিচালক অভিষেকের শহুরে কেতাদুরস্ত ইমেজ ঝেড়ে ফেলে, তাকে দেহাতি হতে বলেন। সঙ্গে এটাও যোগ করেন, সফিস্টিকেটেড কম, একটু দিশি চাইছি স্যার, ওই আপনার বাবার মতো !