বাহামণির অপেক্ষায়
কোথায় বাহামণি ? ‘ইষ্টি কুটুম’ শেষ হয়ে গেছে অনেকদিন। কিন্তু দর্শক তাঁদের প্রিয় বাহামণিকে আজও ভোলেননি। বাংলা টিভির জনপ্রিয় মুখ রনিতা দাস, বাহামণি নামেই একদা খ্যাত হন তিনি। এতটাই, সে সময় এদিক ওদিক যেতে রীতিমতো বেগ পেতে হতো তাঁকে। যেখানেই যান, ভক্তদের ভিড় জমজমাট বাহামণিকে ঘিরে। পুজো উদ্বোধন থেকে দোকানের ফিতে কাটা–সকলেই বাহামণিকে দেখতে পাগল। যদিও এরপর ‘ধন্যি মেয়ে’ ও ‘সোহাগী সিঁদুর’ ধারাবাহিকেও দেখা যায় রনিতাকে। তবে, ‘ইষ্টি কুটুম’-এর বাহামণি রনিতার কেরিয়ারে মাইলস্টোন রচনা করেছে নিঃসন্দেহে। যাই হোক, আপাতত ছোটপর্দা ছেড়ে বড় পর্দায় নিজের ভাগ্য পরীক্ষা করতে ব্যস্ত তিনি। এটাও জানেন, টিভির দর্শক আজও তাঁদের বাহামণির অপেক্ষায়। হয়তো রনিতা নিজেও তেমনটাই চাইছেন। অপেক্ষা আমাদেরও।