Monday, February 3, 2025
৫ফোড়ন

বিষে নীল রুদ্র

মঞ্চ থেকে পর্দা, শুধু অভিনয়গুণেই নিজের একটা শক্ত জায়গা করে নিয়েছিলেন তিনি একদা। বড় ও ছোট দুই পর্দাতেই সফল রুদ্রনীল ঘোষ। বেশকিছু বাংলা সমান্তরাল ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে স্বাতন্ত্র্যের স্বাক্ষর রাখেন তিনি। নিজের অপরিহার্যতা প্রমাণের পথেও যাচ্ছিলেন ক্রমে। তারপরই পথভ্রষ্ট হলেন টলিউডের এই শক্তিশালী অভিনেতা। নাহ, তাঁর রাজনীতির আঙিনায় পা রাখা নিয়ে বলছি না। এই পর্যন্ত ঠিক ছিল। কিন্তু তিনিও সস্তা রাজনৈতিক নেতাদের মতো জার্সি বদলের খেলায় মেতে গেলেন। শুধু তাই নয়, কুরুচিপূর্ণ ভাষাকে হাতিয়ার করে পরস্পরের বিরুদ্ধে প্রতিযোগিতায় নামার ক্ষেত্রেও রুদ্র এখন সংবাদের শিরোনামে। সম্প্রতি টিএমসি নেতা মদন মিত্রের সঙ্গে রুদ্রর বাকযুদ্ধে কার কী লাভ হলো জানি না। তবে, বাংলার দর্শক যে একজন ভালো অভিনেতার প্রতি আস্থা ও শ্রদ্ধা হারালো, তাতে কোনও সন্দেহ নেই।