Monday, February 3, 2025
৫ফোড়ন

বৃদ্ধা ইন্দুবালা লুকে শুভশ্রী

পরনে আটপৌরে করে পরা কালো পাড়ের সাদা শাড়ি। উত্তর কলকাতার এক প্রাচীন, হলদেটে বিবর্ণ বাড়ির দরজায় হাতে ভর দিয়ে দাঁড়িয়ে তিনি। নুব্জ শরীর বৃদ্ধার। তাই অতি কষ্টে বেঁকা কোমর নিয়ে দাঁড়িয়েছেন। বৃদ্ধার মুখ ভর্তি বলিরেখা। মাথার ক’গাছি চুল যেন অতীতের সাক্ষী। নাম তাঁর ইন্দুবালা। বিবর্ণ বাড়িটিতে ঝুলছে একটি সাইনবোর্ড, যেখানে লেখা ‘ইন্দুবালা ভাতের হোটেল’। একদা নিজের নামেই এই ভাতের হোটেল খুলেছিলেন তিনি। স্বামীর মৃত্যুর পর সংসার চালাতে এ ছাড়া গতি ছিল না তাঁর। ছবিটি দেখে কে বলবে, ইনি টলিউডের হট ও রূপসী নায়িকা শুভশ্রী!  সম্প্রতি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি ছবিটি।  প্রস্থেটিক মেকআপে যথার্থই ইন্দুবালা হয়ে উঠেছেন তিনি। মেকআপ তার কাজ করেছে। ইন্ডাস্ট্রির বিশ্বাস বাকি কাজটা পর্দায় নিখুঁত করে তুলবেন শুভশ্রী। নানা ধরণের চরিত্রে নিজের দক্ষতা ইতিমধ্যেই প্রমাণ করেছেন তিনি। আপাতত সবারই অপেক্ষা কবে পর্দায় আসবে কল্লোল লাহিড়ীর লেখা উপন্যাস অবলম্বনে তৈরি দেবালয় ভট্টাচার্য পরিচালিত, শুভশ্রী অভিনীত  ‘ইন্দুবালা ভাতের হোটেল’ !