Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

ভাণ নভেম্বর ২০২২

সম্প্রতি প্রকাশিত হলো ভাণ পত্রিকার নভেম্বর ২০২২ সংখ্যা। প্রসঙ্গত, এটি পত্রিকার ৩১তম সংখ্যার ২২তম ই-সংস্করণ। প্রয়োগকলা ও সংস্কৃতি চর্চা নির্ভর পত্রিকাটির আলোচ্য সংখ্যায় রয়েছে প্রতিবারের মতোই একগুচ্ছ আকর্ষণীয় বিষয়ভিত্তিক প্রবন্ধ ও আলোচনা। ১৯৯৮ সালে মুক্তি পায় মনিরত্নমের ছবি ‘দিল সে’। আজকের সময়ের প্রেক্ষিতে ছবির বিষয়ের প্রাসঙ্গিকতা বিশ্লেষণ, পাঠককে সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেন অয়ন্তিকা নাথ। ‘বল্লভপুরের রূপকথা’ বাদল সরকারের নাটক থেকে কতটা অনির্বাণ ভট্টাচার্যের সিনেমা হয়ে উঠলো, আলোচনায় সংহিতা সান্যাল। একজন যাত্রা সমালোচক হিসেবে কেয়া চক্রবর্তীর প্রভাবকে পাঠককে দেখালেন সুকল্প দত্ত। ‘উড়ন্ত তারাদের মানবিক ছায়া’ নাটকটি কতটা দর্শক মননে ধরা দিল, তাই নিয়ে লিখেছেন সায়ন ভট্টাচার্য। আছে বৃতা মৈত্রর কলমে ‘দ্য ক্রাউন’ ওয়েব সিরিজ।

পত্রিকার সম্পাদক গৌরাঙ্গ দণ্ডপাট ও তাঁর টিম বড় যত্নে এই সংখ্যাটিকেও সাজিয়েছেন। প্রসঙ্গত, ভাণ পত্রিকা মূলত ওয়েব ম্যাগাজিন। তবে, পুজোর মাসে হার্ড কপি অর্থাৎ ছাপা পত্রিকা বের হয়। সেই জন্য সেপ্টেম্বর অক্টোবর মাসে ওয়েব এডিশন প্রকাশিত হয় না। পুজো সংখ্যা অসংখ্য ছবি সহযোগে কমবেশি ২০০ পাতার হয়। ওয়েব ম্যাগাজিন সাবস্ক্রাইব করা যায় নিখরচায়। ওয়েবসাইটে গিয়ে পড়া যায়। ভাণ-এর ফেসবুক পেজে প্রতিমাসে প্রচ্ছদ, সূচি ও লিঙ্ক শেয়ার করা হয়। অর্থাৎ উৎসাহী পাঠক খুব সহজেই পৌঁছে যেতে পারবেন ভাণ-এর সুরম্য দুনিয়ায়।