ভূতের খপ্পরে ক্যাটরিনা
সময়টা পাক্কা ভূত-পেত্নীর দখলে ! ভূত চতুর্দশী থেকে হ্যালুইন–মাতোয়ারা প্রাচ্য ও পাশ্চাত্য। ক্যালেন্ডারের এহেন উৎসব গতিপ্রকৃতির সঙ্গে তাল মিলিয়েই বিনোদন খবরের বাজারে ঘনিয়েছে ক্যাটরিনার কাইফের ভূত সংক্রান্ত এই খবর। এটা ঠিক, সরাসরি ভূত না হলেও অস্বাভাবিক বা ভয়ের কিছুতে তিনিও আতঙ্কিত হন। তবে, খবরটি আদতে ক্যাটির আপকামিং ছবি ‘ফোন ভূত’-এর। এই হরর কমেডি নিয়ে এই মুহূর্তে দারুন এক্সাইটেড ক্যাটরিনা স্বয়ং। ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন ঈশান খত্তর, সিদ্ধান্ত চতুর্বেদি প্রমুখ। ছবি প্রসঙ্গে এক সাংবাদিক সম্মেলনে ক্যাটরিনা জানান তাঁর ভয়ের কথা। ভূত থাক, না থাক, রাত্তিরে ঘরে ছোট হলেও একটি আলো তাঁকে জ্বালিয়ে রাখতেই হয়। নয়তো ঘুমোতে পারেন না তিনি। এরই পাশাপাশি এও জানান ক্যাটরিনা, ‘ফোন ভূত’ তাঁর কেরিয়ারে ভিন্ন মাত্রা যোগ করবে। এটি একই সঙ্গে হরর ও কমেডি। নিজের অভিনয় নিয়ে বেশ কিছুটা পরীক্ষা-নিরীক্ষা করার সুযোগ পাবেন তিনি।