রাইজ আপ : ওনলি ইউ ক্যান লিফ্ট ইওরসেল্ফ
আলোচ্য এই সংকলনটি এমন একটি গাইড বই, যা মানুষকে জীবনে আরও উন্নত হতে সাহায্য করে৷ লেখক সুমিত ভাট। ‘রাইজ আপ Rise Up : ওনলি ইউ ক্যান লিফ্ট ইওরসেল্ফ’ শিরোনামের এই বইটিতে ১৬টি অধ্যায় রয়েছে, যা পাঠককে মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠতে পথ দেখাবে। সম্প্রতি কলকাতার অক্সফোর্ড বুকস্টোরে বইটির প্রকাশ উপলক্ষে উপস্থিত ছিলেন মিসেস মেলিন্ডা পাভেক (ইউএস কনসাল জেনারেল, ইস্ট), মিসেস সায়রা শাহ হাকিম (লেখক, শিক্ষাবিদ, সামাজিক কর্মী), প্রসেনজিৎ সাহা (প্রতিষ্ঠাতা ও প্রধান মাদামে কেক), ইমরান জাকি (FACES এর প্রেসিডেন্ট), অলোক গয়াল (বিডিজি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর), পবন পাটোদিয়া (কলকাতা থান্ডারবোল্টসের প্রিন্সিপাল ওনার) ও লেখক স্বয়ং এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
কেমন করে যে কোনও চ্যালেঞ্জের মুখোমুখি হবেন, পরিস্থিতি যেমনই হোক, কীভাবে নিজের মনকে ইতিবাচক দিকে রাখতে হবে–এই সবই রয়েছে বইটির বিভিন্ন অধ্যায়ে। মোদ্দা কথা, আশাবাদের একটি সুস্পষ্ট বার্তা পৌঁছে দেওয়া হয়েছে পাঠকের দরবারে, বইটির মাধ্যমে। একজন ভেঙে পড়া মানুষও আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারবেন, নতুন করে দেখতে পারেন জীবনের সদর্থক দিকগুলি–এতটাই উদ্দীপক এই বইয়ের অন্তরকথা।
আমাদের জীবনে কিছু বন্ধু ও পরিজন থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ–এখানে সেই বিষয়টিও উঠে এসেছে। বলা হয়েছে, কঠোর পরিশ্রম এবং শৃঙ্খলাবদ্ধ যাপনই মানুষকে উত্তরণে পৌঁছে দিতে পারে। লেখক সুমিত ভাট নিজের জীবনযাপনে এই যাবতীয় তত্ত্ব ও তথ্যকে প্রমাণিত করেছেন Rise Up। তিনি নিজে একজন দক্ষ ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী। সুদক্ষ বিজনেস ম্যানেজমেন্টের পাশাপাশি সফল উদ্যোগপতি রূপেও নিজেকে প্রমাণ করেছেন। প্রত্যাশিত, তাঁর অভিজ্ঞতালব্ধ ‘রাইজ আপ : ওনলি ইউ ক্যান লিফ্ট ইওরসেল্ফ’ পাঠককে জীবন গঠনে সাহায্য করবে।