রাঙিয়ে দিয়ে যাও
বিনোদনের রসদ মানেই ননস্টপ বিনোদন ইউটিউব চ্যানেল। বাইশের বসন্ত আবেশে, গত ১৭ মার্চ এই চ্যানেলে মুক্তি পেয়েছে ‘রাঙিয়ে দিয়ে যাও’। গানটি গেয়েছেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী মৌমিতা মান্না। অডিও থটস্ ডিজিটাল রেকর্ডিং স্টুডিওতে গানটি রেকর্ড করা হয়েছে। সঙ্গীত আয়োজন করেছেন সাহেব চক্রবর্তী। গানটির ডিজিটাল ডিস্ট্রিবিউশন পার্টনার ওটিটি সলিউশনস প্রাইভেট লিমিটেড।
রবীন্দ্রসঙ্গীত ও প্রকৃতির এক অপূর্ব মিশেল যেন মূর্ত হয়েছে মৌমিতার কন্ঠে। লালমাটির দেশ মেদিনীপুরের একাংশে গানটির দৃশ্যায়ন করা হয়েছে। শিল্পীর কন্ঠ ও প্রকৃতির আনাচে কানাচে থাকা সৌন্দর্য একাত্ম হয়ে যে স্নিগ্ধতার আবেশ রচনা করেছে, তাতে সকল শ্রোতার মন গুনগুন করে উঠবে সে বিষয়ে সন্দেহ নেই। অল্প পরিসরেই গানটি শ্রোতামহলে ব্যাপকভাবে সমাদৃত।