Tuesday, May 13, 2025
৫ফোড়ন

লস্ট-এ ইয়ামি প্রাপ্তি

যথেষ্ট সুন্দরী ও প্রতিভাময়ী হওয়া সত্বেও ইয়ামি গৌতমের ছবি সেভাবে বক্স অফিস সাফল্য পায় না বলে, অনেক সময়ই আক্ষেপ করেন তিনি। তবে, এবার বোধহয় সেই আক্ষেপ মিটলো ইয়ামির। বক্স অফিসের কথা এখনই বলা না গেলেও আইএফএফআই-এ ইয়ামি অভিনীত ‘লস্ট’-এর স্পেশাল স্ক্রিনিং হওয়ার বিষয়টি নিঃসন্দেহে তাঁর কেরিয়ারের পক্ষে ইতিবাচক। গত ২৩ নভেম্বর উৎসবে বিশেষ প্রদর্শন হলো ইয়ামি, রাহুল খান্না, নিল ভূপলম, পিয়া বাজপেয়ী এবং পঙ্কজ কাপুর অভিনীত পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীর এই ছবি। প্রসঙ্গত, এবার এই উৎসবের ৫৩তম বর্ষ। তদন্তধর্মী ড্রামা থ্রিলার লস্ট ইয়ামির কেরিয়ারে অনেকটাই বাড়তি মাত্রা যোগ করেছে, এ ব্যাপারে সত্যিই সন্দেহ নেই। বলা বাহুল্য, এতে বেজায় খুশি ইয়ামির ভক্তরা। এই খবর সংক্রান্ত ইয়ামির টুইটারে তাঁদের সাড়া থেকে সহজেই একথা অনুমান করা যায়।