লাইট-ক্যামেরা-একশন
গত ১৫ নভেম্বর এই শোয়ের অতিথিরা ছিলেন অভিনেতা অরুণিমা ঘোষ ও পরিচালক সৌরভ দে। সৌরভ পরিচালিত ও অরুণিমা অভিনীত ‘দ্য লাস্ট রেইন’ নিয়ে ছিল এক দুর্দান্ত আড্ডার আসর। ছবি সম্পর্কে নানা তথ্য জানা গেল সেখানে। আগামী ২৯ নভেম্বর এই শোয়ে আসছেন প্রখ্যাত রেডিও জকি ও অভিনেতা সুমন্ত ব্যানার্জি। আপনারা ‘আমার আমি’ চ্যানেলে প্রতি মঙ্গলবার সন্ধ্যা ৭টায় দেখছেন লাইভ অনলাইন অনুষ্ঠান লাইট-ক্যামেরা-একশন। সিনেমা, টিভি, মঞ্চ ও রেডিও–বিভিন্ন ক্ষেত্রের গুণী ও বিশিষ্ট মানুষজনের সঙ্গে থাকে আড্ডা। নতুন বাংলা ছবি, স্বল্পদৈর্ঘ্যের ছবির সেরা ঠিকানা ‘আমার আমি’। ‘আমার আমি’ সাবস্ক্রাইব করুন আর নতুন বাংলা ছবি, নতুন পরিচালক, অভিনেতা ও শিল্পীদের উৎসাহিত করুন।