Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

লাইট-ক্যামেরা-একশন

আগামী ১৩ ডিসেম্বর এই শোয়ের অতিথি রূপে থাকবেন প্রখ্যাত নাট্যকর্মী ও নাট্য পরিচালক প্রতিজ্ঞা ঘোষ। আপনারা ‘আমার আমি’ চ্যানেলে প্রতি মঙ্গলবার সন্ধ্যা ৭টায় দেখছেন লাইভ অনলাইন অনুষ্ঠান লাইট-ক্যামেরা-একশন। সিনেমা, টিভি, মঞ্চ ও রেডিও–বিভিন্ন ক্ষেত্রের গুণী ও বিশিষ্ট মানুষজনের সঙ্গে থাকে আড্ডা। নতুন বাংলা ছবি, স্বল্পদৈর্ঘ্যের ছবির সেরা ঠিকানা ‘আমার আমি’। ‘আমার আমি’ সাবস্ক্রাইব করুন আর নতুন বাংলা ছবি, নতুন পরিচালক, অভিনেতা ও শিল্পীদের উৎসাহিত করুন।