শাড়ির ফ্যাশনে সোনম
শাড়ি পরার ধরণ নিয়ে ডিজাইনাররা পরীক্ষানিরীক্ষা করেই থাকেন। ডিজাইনারদের যত খ্যাতি তত বৈচিত্র্য। সেই বৈচিত্র্য কখনও কখনও আমাদের ভারতীয় চোখে উদ্ভট মনে হলে, সে আমাদের সীমাবদ্ধতা। বিশ্বের ফ্যাশন বাজারে এখন এটাই ট্রেন্ড। ব্লাউজের স্টাইল, শাড়ি ঘুরিয়ে ফিরিয়ে পরে, শাড়ির সঙ্গে বেল্ট, কোটি, ব্লেজার ও জ্যাকেট জুড়ে ইত্যাদি নানাভাবে তাকে হাজির করেন সুপার মডেলরা বিভিন্ন ফ্যাশন শো-তে। সুপার মডেল না হয়েও আন্তর্জাতিক ফ্যাশন দুনিয়ায় সোনম কাপুর অতি পরিচিত এক নাম। ইদানীং হাতে কাজ কম। তা হোক। দুবার কান চলচ্চিত্র উৎসবে শাড়ির ফান্ডায় মাত করেছেন তিনি। সম্প্রতি সোনম ইনস্টাগ্রামে তাঁর শাড়ি পরার রকমারি প্যাটার্ন দেখিয়ে নজর কেড়েছেন নেটিজেনদের।