Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

শিল্পী বর্ণা দত্তের কন্ঠে “একলা চলো রে”

বঙ্গভঙ্গের পটভূমিতে কবিগুরু লিখলেন “যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে…”। বর্তমান ভয়াল পরিস্থিতিতে যা বড়ই প্রাসঙ্গিক। কখনো প্রাকৃতিক সবুজের মাঝে, কখনো প্রাচীনতার পটভূমিতে সেই গান শুনিয়েছেন শিল্পী বর্ণা দত্ত।গানটি একাধিক ডিজিট্যাল প্লাটফর্মে রয়েছে। পাশাপাশি শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলেও গানটি যথেষ্ট সাড়া ফেলেছে শ্রোতামহলে। যারা এখনো গানটি শোনেননি তারা অবশ্যই শুনে দেখতে পারেন। নীচে রইলো গানটির ইউটিউব লিংক।