‘সাহিত্য ও সিনেমা’-য় রবি ঘোষ
বাংলা ছবির জগতে তিনি ছিলেন আন্তর্জাতিক মাত্রার একজন অভিনেতা। কত রঙ, কত যে বৈচিত্র্য তাঁর অভিনয়ে ! সর্বকালের একজন অত্যন্ত শক্তিশালী অভিনেতা তিনি। সত্যজিৎ রায়ের একাধিক ছবিতে তাঁর অভিনয়ের ব্যাপ্তি পাই আমরা। আবালবৃদ্ধবনিতার বড় প্রিয় চরিত্র বাঘা বায়েন। অন্যদিকে তপন সিংহের ‘গল্প হলেও সত্যি’ বাস্তবায়িত হতে পারত না তাঁকে ছাড়া। গত ৬ জুন, মঙ্গলবার সন্ধ্যায় সাহিত্য ও সিনেমা-য় আমাদের আলোচনায় ছিলেন কিংবদন্তি অভিনেতা রবি ঘোষ। আলোচক আকাশবাণী এফ এম উপস্থাপক, লেখক ও সংবাদ পাঠক সুপ্রিয় রায়। তাঁর বক্তব্যে সমৃদ্ধ ও বিশ্লেষণী হয়ে ওঠে সন্ধ্যাটি। সাহিত্য ও সিনেমার নিবিড় সম্পর্ক যেমন প্রমাণিত সত্য। তেমনই দুটি সৃজনের ভাষা যে পৃথক, সেটাও আজ উপলব্ধ। এইসবই পুঙ্খানপুঙ্খভাবে উঠে আসছে ‘আমার আমি’ ইউটিউব চ্যানেলে, ‘সাহিত্য ও সিনেমা’ বিভাগে, প্রতি মঙ্গলবার সন্ধ্যা ৭টায়। নতুন বাংলা ছবি, স্বল্পদৈর্ঘ্যের ছবির সেরা ঠিকানা ‘আমার আমি’। ‘আমার আমি’ সাবস্ক্রাইব করুন আর নতুন বাংলা ছবি, নতুন পরিচালক, অভিনেতা ও সংগীতশিল্পীদের উৎসাহিত করুন।