সেরা আধুনিক গান ২০২১
একুশের বিদায় ও বাইশের প্রারম্ভে নন-স্টপ বিনোদন ইউটিউব চ্যানেলের নিবেদন ‘সেরা আধুনিক গান ২০২১’ শিরোনামে অডিও জিউকবক্স। ছ’টি গানের সমাহারে তৈরি করা হয়েছে জিউকবক্সটি। মৌমিতা মুভিজ-এর প্রযোজনায় পাঁচটি এবং অভিজ্ঞান মুভিজ-এর প্রযোজনায় একটি গান রয়েছে এখানে। রয়েছে শ্যামা সংগীত, বাংলা আধুনিক গান, জীবনমুখী গান ইত্যাদি। কুমার শানু, বিনোদ রাঠোর, নচিকেতা চক্রবর্তী, মনোময় ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট শিল্পীর কন্ঠে গীত ভিন্ন স্বাদের গানগুলি ইতিমধ্যেই শ্রোতামহলে যথেষ্ট প্রশংসিত।
শুরুতে রয়েছে ‘মা তুমি শুধু কালো’ গানটি। প্রতিটি গানের ডিজিটাল ডিস্ট্রিবিউশন পার্টনার ওটিটি সলিউশনস প্রাইভেট লিমিটেড। সমস্ত ডিজিটাল স্টোরেও গানগুলি আলাদাভাবে শোনা যাবে। পছন্দের সবকটি গান একই প্লে লিস্টে শুনতে পেরে খুশি শ্রোতারাও, তা স্পষ্ট প্লে লিস্টে করা তাঁদের উচ্ছ্বসিত মন্তব্য থেকে।