Monday, February 3, 2025
৫ফোড়ন

সেরা দীপিকা

দীপিকা তাঁর সেরা কো-স্টার, সম্প্রতি বলেছেন রণবীর সিং। স্বামী-স্ত্রী পর্দায় জুটি বেঁধে অভিনয় করেছেন, আর ছবি হিট হয়েছে, এমনটা রণবীর-দীপিকার ক্ষেত্রে বার বার ঘটেছে। যেটা বলিউডের ইতিহাসে সব সময় হয় না। আর এই সাফল্যের কৃতিত্বের পুরোটাই তাঁর প্রিয়তমা স্ত্রীকে দিতে চান রণবীর। তাঁর কথায়, দীপিকা সহ অভিনেতাদের জায়গা ছাড়তে জানেন। পর্দায় নিজের ইমেজ উজ্জ্বল করতে গিয়ে অন্যকে ছোট করেন না। আসলে দীপিকার মধ্যে নিরাপত্তাবোধের অভাবটা মোটেই কাজ করে না। তিনি টিম স্পিরিটে বিশ্বাসী। সম্প্রতি মুম্বইয়ে এক এওয়ার্ড ফাংশনকে কেন্দ্র করে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে রণবীর জানান, সঞ্জয় লীলা বনশালীর তিনটি ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। সব ক্ষেত্রেই একজন যথার্থ সহযোগী অভিনেতার ভূমিকা পালন করেছেন দীপিকা।