Thursday, March 13, 2025
৫ফোড়ন

সোনুর বিবেক 

টাকার জন্য নাকি রিয়ালিটি শো-তে মিথ্যে প্রশংসা করতে হয়–সম্প্রতি সংবাদ মাধ্যমকে একথা বলেছেন সোনু নিগম ! এইমুহূর্তে একটি বাংলা গানের রিয়ালিটি শোয়ের বিচারকের দায়িত্ব পালন করছেন তিনি কুমার শানু ও কৌশিকী চক্রবর্তীর সঙ্গে। ওঁর কথায়, এই শো-কে ‘হ্যাঁ’ বললেও বেশ কয়েকটি হিন্দি জনপ্রিয় শোয়ের ক্ষেত্রে অসম্মতি জানিয়েছেন তিনি। কেন না, সেখানে নাকি প্রতিযোগীদের মিথ্যে প্রশংসা করতে হয়। টাকার জন্য এখন আর এই সমঝোতা করা পোষাচ্ছে না সোনুর। কথা হলো, এতগুলো বছর পার করার পর জাগ্রত হলো তাঁর বিবেক ? রিয়ালিটি শোয়ের একেবারে জন্মলগ্ন থেকেই তো এর সঙ্গে যুক্ত সোনু। মিউজিক রিয়ালিটি শোয়ের হোস্ট থেকে বিচারক–সবই হয়েছেন তিনি। ধরে নিচ্ছি, শুরুর দিকে বিষয়টি সততার সঙ্গেই আয়োজিত হতো। পরের দিকে ছলচাতুরির অনুপ্রবেশ ঘটে। তো, সেও তো কম দিন হলো না ! এতদিন এইভাবে টাকা রোজগার করতে বিবেকে বাধল না তাঁর ? নাকি যথেষ্ট রোজগার হয়ে যাওয়া এবং বাজার বেদখল হওয়ার পরই রিয়ালিটি শো সম্পর্কে এই বেসুর সোনুর কণ্ঠে !!