Monday, February 3, 2025
বিনোদনের ছোট বাক্স

স্টার জলসায় জমজমাট গ্র্যান্ড ফিনালে

আকারে ছোট হলেও বিনোদন ক্ষেত্রে টেলিভিশনের গুরুত্ব আজ অসীম। মেগা থেকে রিয়ালিটি, গেম শো থেকে ম্যাগাজিন–টিভি শোয়ের চাহিদা ছিল, আছে, থাকবে। এই বিভাগে তারই খবর প্রতি সপ্তাহে। এই সপ্তাহে সুপার সিঙ্গার সিজন ৪-এর গ্র্যান্ড ফিনালে। লিখেছেন মৃণালিনী ঠাকুর

কয়েক সপ্তাহের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অবশেষে গ্র্যান্ড ফিনালের দরজায় সুপার সিঙ্গার সিজন ৪। দুটি রাউন্ডে অনুষ্ঠিত হবে ফিনালের পর্বগুলি। দুটি রাউন্ডেই  সুপার সিক্স অর্থাৎ ৬ জন করে প্রতিযোগী থাকবে। দর্শকদের জন্য থাকবে বিশেষ অতিথি উদিত নারায়ণের পারফরম্যান্স। তাঁর হিট নাম্বার তু চিজ বড়ি হ্যায় মস্ত মস্ত ও টিপ টিপ বরষা পানি…গাইবেন তিনি। হরাগৌরী পাইস হোটেল থেকে আসবেন শংকর ও ঐশানী।

দীপা ও সূর্য আসবে অনুরাগের ছোঁয়া ধারাবাহিক থেকে। প্রতিযোগীদের গানের সঙ্গে পারফর্ম করবেন মেগার এই চরিত্রের অভিনেতারা। উদিতজির পরিবেশনায় এছাড়াও থাকবে তেরে নাম, তুমসে মিলনা, ওড়নি…! দর্শক তাঁর কণ্ঠে এদিন শুনবেন মিতোয়া, পাপা কহতে হ্যায়, পহেলা নাশা এবং যাদু তেরি নজর…! উদিতজিকে আমরা পারফর্ম করতে দেখব শানের সঙ্গে। প্রতিযোগীদের সঙ্গেও গলা মেলাবেন তিনি। শান গাইবেন চাঁদ শিফারিশ, জব সে তেরে নয়না…! রূপম ইসলাম শোনাবেন আরো একবার…! পার্থ, পৌষালী, ময়ূরী প্রমুখ প্রতিযোগীরাও অংশ নেবেন। আগামিকাল ও পরশু স্টার জলসায় রাত ৯.৩০-এ দেখতে ভুলবেন না গ্র্যান্ড ফিনালে। পর্বদুটি শেষ হবে বিজয়ীর নাম ঘোষণার মধ্য দিয়ে।