হটেস্ট মম করিনা
বি টাউনের হটেস্ট মম বলে ইতিমধ্যেই খ্যাতি অর্জন করেছেন করিনা কাপুর খান। দু দু’টি সন্তানের ক্ষেত্রেই নিজের বেবি বাম্প লুকোনোর কোনও চেষ্টাই করেননি তিনি। রীতিমতো বাইরে বের হয়েছেন। পাপারাৎজিদের সামনে পোজও দিয়েছেন। তাঁর দুই ছেলে তৈমুর ও জেহর জন্মের পর, তাদেরও মিডিয়ার সামনে হাজির করতে দ্বিধা করেননি সইফ ঘরণী। এরই পাশাপাশি নিয়মিত ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ছেলেদের ছবি। আর করিনা ছেলেদের ছবি পোস্ট করা মাত্রই বিপুল হারে ভাইরাল হয়েছে তা। সাম্প্রতিককালেও এমনটাই ঘটেছে। এতদিন একা তৈমুর, এবার তার ভাই জেহর ছবিও ভাইরাল। পাপারাৎজিদের সৌজন্যে তৈমুর ইতিমধ্যেই স্টার। এবার জেহর পালা।