৫০ লক্ষের দিবাস্বপ্ন
এতদিন কোথায় ছিলেন সাধু ব্রাদার্স, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন ! ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি নিয়ে দিবাস্বপ্ন দেখছিলেন ? মিডিয়ার দৌলতে ইতিমধ্যেই সবাই জানেন, ‘অপরাজিত’ ছবির ভাবনা ধার করা–এমন এক অভিযোগে এই মোটা অঙ্কের ক্ষতিপূরণ দাবি। কাঠগড়ায় পরিচালক অনীক দত্ত এবং ছবির প্রযোজনা সংস্থা। মজার কথা হলো, ঘোষণার দিন থেকেই তো ‘অপরাজিত’ খবরে। তাহলে, সাধু ব্রাদার্স এন্টারটেনমেন্ট প্রোডাকশন হাউসের এত সময় লাগলো কেন এমন পদক্ষেপ নিতে ? নাকি এর কর্ণধাররা ভাবতেই পারেননি, ছবিটা এই পর্যায়ের হিট হবে। আদতে, অনীক দত্তকে নিয়ে বরাবরই ইন্ডাস্ট্রির এক বিশেষ গোষ্ঠীর কিছু জ্বালাপোড়া আছে। লবিবাজি করে নন্দনে মুক্তি আটকেও কোনও ফল না হওয়ায় এখন এই জরিমানার ছক। তাদের এই অভিযোগ যে ধোপে টিকবে না, একথা সকলেরই জানা। উল্টে ‘অপরাজিত’ আরও বেশ খানিকটা প্রচার পেয়ে যাবে এই বাবদ।