আজ সন্ধ্যায় ‘পয়লা বিনোদন’ (প্রথম বর্ষ/প্রথম সংখ্যা) প্রকাশ ও ‘ফানপ্রাইম’-এর উদ্বোধন
আগামিকাল পয়লা বৈশাখ। এই শুভলগ্নে বাংলা বিনোদন জগতকে দু’দুটি উপহার দিতে চলেছে ওটিটি সলিউশনস প্রাইভেট লিমিটেড। প্রকাশিত হচ্ছে ‘পয়লা বিনোদন’ প্রথম বর্ষ প্রথম সংখ্যা। সংখ্যাটিতে থাকছে খ্যাতনামা ব্যক্তিত্বের সাক্ষাৎকার, বিশিষ্টজনের লেখা বিষয়ভিত্তিক রচনা ও কয়েকটি আকর্ষণীয় প্রতিবেদন–যা বাঙালি পাঠকের কাছে নিঃসন্দেহে এক বিশেষ প্রাপ্তি হতে চলেছে। এরই পাশাপাশি উদ্বোধন হচ্ছে নতুন বাংলা ওটিটি প্ল্যাটফর্ম ‘ফানপ্রাইম’-এর। এই উপলক্ষে আজ সন্ধ্যায় এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কলকাতা ইস্টার্ন মেট্রোপলিটন ক্লাবে, বিকেল ৪.৩০ মিনিটে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট মানুষজন ও সংস্থার কর্ণধার সুদীপ বসু। ভারত, মধ্য প্রাচ্য এবং বাংলাদেশ–এই তিন জায়গায় এক সঙ্গে প্রকাশ পেতে চলেছে ‘ফানপ্রাইম’, যেখানে থাকবে দুই বাংলার নতুন ও জনপ্রিয় সিনেমা, ওয়েব সিরিজ, লাইভ টিভি ও বাংলা গান। প্রিয় দর্শক অনুষ্ঠানটির ঝলক আমাদের ইউটিউব চ্যানেল ননস্টপ আড্ডায় দেখতে পাবেন।