আজ সন্ধ্যায় সুরাঞ্জলির নিবেদন
শিলিগুড়ি সুরাঞ্জলি কালচারাল সোসাইটির পঞ্চম বার্ষিক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হচ্ছে আজ বিকেল ৫.৩০ মিনিটে শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে। রবীন্দ্রসংগীত দিয়ে উদ্বোধন হচ্ছে এই সান্ধ্য অনুষ্ঠানের। তারপর সলিল চৌধুরীর গান। ছড়ার গান থাকছে এরপর, গাইবে একেবারে নতুনরা। এবারের বিশেষ আকর্ষণ কাজী নজরুল ইসলামের বিদেশি সুরে আধারিত তিনখানি গান। এরপর বাংলা আধুনিক গানের ১২ জন সুরকারকে শ্রদ্ধা জানিয়ে বিশেষ পর্ব ‘মেলোডি মেকারস অফ বেঙ্গল’, ভাবনা পুলক সরকার। সবশেষে রবীন্দ্রনাথের বাউলাঙ্গের গান, মূল বাউল গানসহ। শিরোনাম ‘একতারায় রবি’, ভাবনা পুলক সরকার ও হেমশ্রী পাল। পরিচালনা হেমশ্রী পাল ও লপিতা ভট্টাচার্য। অনুষ্ঠানের অন্যান্য পর্বের মধ্যে আছে গুরুপ্রণাম–শ্রদ্ধা জানানো হবে গুরু গোপাল কর্মকার ও নন্দিতা কর্মকারকে। থাকবে আমন্ত্রিত শিল্পী গোষ্ঠী ‘বিভোর’-এর পরিবেশন।