Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

আলোকচিত্রে ভ্রমণ

ভ্রমণের নেশা বাঙালির  জন্মগত। কাজের ফাঁকে  শুধু অবসর মেলার  অপেক্ষা। বেড়ানোতে বাঙালির  জুড়ি মেলা ভার। ছুটি পেলেই দে ছুট, কিন্তু সবসময় তো ইচ্ছে থাকলেই উপায় হয় না। সাধ আর সাধ্যের  মেলবন্ধন হলে তবেই না মেলে মুক্তির  আস্বাদ। ছবিতেই যাতে বিশ্বভ্রমণে বেরিয়ে পড়তে পারেন ভ্রমণপিপাসী বাঙালি, সেই উদ্দেশ্যেই ভ্রমণ বিষয়ক একটি মনোজ্ঞ আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছিল ভ্রমণ সংক্রান্ত লেখকদের  সংগঠন ট্র‍্যাভেল রাইটার্স  ফোরাম।

গত ১৩ জানুয়ারি গ্যালারী গোল্ডে তিনদিন ব্যাপী আয়োজিত এই চিত্রপ্রদর্শনীর উদ্বোধন  করেন খ্যাতনামা চলচ্চিত্র বিশেষজ্ঞ ও সমালোচক সঞ্জয় মুখোপাধ্যায়। উপস্থিত  ছিলেন দুই বিখ্যাত  পর্বতারোহী দেবাশিস বিশ্বাস ও বসন্ত  সিংহরায়। এটি ট্রাভেল রাইটার্স ফোরামের ১৭তম ভ্রমণ  বিষয়ক চিত্রপ্রদর্শনী। প্রদর্শনীর  শিরোনাম    ‘আলোকচিত্র ভ্রমণ’। মোট ৯৫টি ছবি স্থান পেয়েছে  এই প্রদর্শনীতে। প্রকাশিত হয়েছে ফোরামের বার্ষিক  মুখপত্র ‘ভ্রমি’-র ২০২২-এর সংখ্যা। প্রদর্শিত ছবিগুলি ভ্রমণপিপাসু মানুষকে নতুন নতুন জায়গার আবিষ্কার ও ভ্রমণে উৎসাহিত করে তুলবে এমনটা আশা করাই যায়।