Sunday, May 19, 2024
কৃষ্টি-Culture

পুরস্কৃত অনুরাগ ও কমলেশ্বর

নাহ, ছবির জন্য নয়, এবারে অনুরাগ বসুর হাতে পুরস্কার উঠলো এক ভিন্ন বিষয়কে কেন্দ্র করে। তবে, সেটা সিনেমার বাইরে নয়, সিনেমাকে কেন্দ্র করেই। অনুরাগ ছাড়াও এই আইআইএফটিসি (IIFTC) এওয়ার্ড পেলেন বাংলার চলচ্চিত্র পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। বিশ্ব পর্যটনে অবদানের জন্য ওঁদের ঝুলিতে এলো এই স্বীকৃতি। সিনেমার মাধ্যমে বিশ্ব পর্যটনকে তুলে ধরেছেন এই দুই পরিচালক–স্বীকৃতি এসেছে সেই সূত্রেই। সম্প্রতি এশিয়ার বৃহত্তম ফিল্ম ট্যুরিজম ইভেন্ট আইআইএফটিসি-র মঞ্চে অনুরাগ ও কমলেশ্বরের হাতে এই পুরস্কার দেওয়ার সময় আইআইএফটিসি-র পক্ষে হর্ষদ ভাগবত বলেন, “অনুরাগের ছবিতে আমরা বহু দৃষ্টিনন্দন লোকেশন পাই যেগুলো বিশ্ব সিনেমা পর্যটনকে সমৃদ্ধ করেছে। সেই জায়গাগুলি সম্পর্কে অনেক তথ্য জানতে পেরেছি আমরা।”

অনুরাগ জানান “আজ উপলব্ধি করলাম কীভাবে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি বৃহত্তর অর্থে পর্যটন শিল্পে অবদান রেখে চলেছে ধারাবাহিক ভাবে। আমি এই পুরস্কার পেয়ে আপ্লুত।” কমলেশ্বরের অভিব্যক্তিও ছিল একইরকম। তিনি যথার্থই এই প্ল্যাটফর্মকে অভিনব বলেছেন। এই উদ্যোগে সিনেমায় লোকেশন ব্যবহারের এক বাড়তি গুরুত্ব প্রতিভাত। পুরস্কারপ্রাপ্তি তাঁর ক্ষেত্রেও এক তৃপ্তি ও আনন্দের বার্তা এনে দিয়েছে। বলিউড ও টলিউডের এই দুই বঙ্গসন্তান ছাড়াও পুরস্কৃত হয়েছেন বলিউড ও দক্ষিণের আরও কয়েকজন সিনেমা নির্মাতা ও নির্দেশক। এই সন্ধ্যার উৎসবে উপস্থিত ছিলেন সুইডেন, পোল্যান্ড, নরওয়ে, আজারবাইজান, আবু ধাবি, ওমান, কাজাখস্তান, পানামা, শ্রীলঙ্কা প্রভৃতি দেশের প্রতিনিধিগণ।